এমসিসির ক্রিকেট কমিটিতে ঝুলন-নাইট-মরগানরা
কমিটি থেকে পদত্যাগ করেছেন অ্যালিস্টার কুক।

এমসিসির ক্রিকেট কমিটিতে ঝুলন-নাইট-মরগানরা
প্রকাশিত হয়েছে - 2023-06-26T19:48:11+06:00
আপডেট হয়েছে - 2023-06-26T19:48:11+06:00
মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিশ্ব ক্রিকেট কমিটিতে সর্বশেষ সদস্য হিসেবে জায়গা পেয়েছেন ঝুলন গোস্বামী, হেদার নাইট এবং ইয়ন মরগান। নিজের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের শেষ বছরটায় বেশি মনোযোগ দেওয়ার জন্য কমিটি থেকে পদত্যাগ করেছেন অ্যালিস্টার কুক।
ভারতের নারী দলকে লম্বা সময় ধরে নেতৃত্ব দিয়েছেন ঝুলন গোস্বামী। ছবি : গেটি ইমেজস
কমিটির চেয়ারম্যান মাইক গেটিং একটি বিবৃতিতে তিনজনের নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গেটিং জানিয়েছেন, ‘বিশ্ব ক্রিকেট কমিটিতে ঝুলন, হেদার এবং ইয়নকে স্বাগত জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। এই তিনজন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন এবং তাদের ক্রিকেটীয় জ্ঞান সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটকে পরিচালনা করার ক্ষেত্রে কমিটির জন্য সহায়ক হবে।’
এমসিসি ক্রিকেটের বিভিন্ন গবেষণা, কারিগরি উন্নয়নের ব্যাপার দেখভাল করে থাকে।
নতুন তিন সদস্যের মধ্যে নাইট এবং মরগান দুজনই ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জিতেছেন। ২০১৭ সালে ইংল্যান্ড নারী দলের বিশ্বকাপ জয়ের নেতৃত্বে ছিলেন নাইট। অন্যদিকে ২০১৯ সালে ইংল্যান্ডের ছেলেদের দলকে বিশ্বকাপ জিতিয়েছেন অধিনায়ক মরগান।
২০১৯ বিশ্বকাপের শিরোপা হাতে ইয়ন মরগান। ছবি : গেটি ইমেজস
এছাড়া লম্বা সময় ভারত নারী দলকে নেতৃত্ব দিয়েছেন ঝুলন। নারীদের ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে গত বছর লর্ডসে নিজের দুই দশকের ক্যারিয়ারের ইতি টানেন ঝুলন। নাইট এবং মরগান দুজনই বিশ্বকাপ জিতেছিলেন লর্ডসের মাঠে। এই লর্ডসে আবার এমসিসির বিশ্ব ক্রিকেট কমিটির সদরদপ্তরও অবস্থিত।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।