
নতুন টি-টোয়েন্টি লিগ লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) সময়সূচি চূড়ান্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বুধবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এলপিএলের সময়সূচি ও ভেন্যু চূড়ান্তের ঘোষণা দেয় শ্রীলঙ্কা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

পূর্বঘোষণা অনুযায়ী আগামী নভেম্বরে শুরু হবে এলপিএল, শেষ হবে ডিসেম্বরে। এলপিএলের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর। আসরের পর্দা নামবে ৬ ডিসেম্বর। টুর্নামেন্ট পরিচালনার জন্য ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপের (আইপিজি) সাথে চুক্তি করেছে এসএলসি।
এসএলসি জানিয়েছে, টুর্নামেন্টে মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ছোট পরিসরের টুর্নামেন্টটির ম্যাচগুলো ৩টি আন্তর্জাতিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হল- রানগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও মাহিন্দারাজাপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
টুর্নামেন্টে মোট ৫টি দল অংশ নেবে। দলগুলো কলম্বো, কেন্ডি, গল, ডাম্বুলা ও জাফনার মত বড় শহরগুলোর প্রতিনিধিত্ব করবে। পাকিস্তানের একটি দল আসরে অংশ নেওয়ার কথা থাকলেও এ সংক্রান্ত কোনো তথ্য দেয়নি এসএলসি।
এর আগে এসএলসির আয়োজনে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ বা এসএলপিএল নামের একটি টি-টোয়েন্টি লিগ মাঠে গড়ালেও নানা কারণে সেই টুর্নামেন্ট মাঠে থাকতে পারেনি। এবার বেশ পরিবর্তন ও সংশোধন এনে নতুন করে টি-টোয়েন্টি লিগের দিকে ঝুঁকেছে শ্রীলঙ্কা। প্রথমে ২৮ আগস্ট শুরু করে ২০ সেপ্টেম্বর টুর্নামেন্টটি শেষ করার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিকল্পনায় একটু পরিবর্তন এনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষেই এলপিএল আয়োজন করছে শ্রীলঙ্কা ক্রিকেট। লিগটিতে বিশ্বের স্বনামধন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের অংশগ্রহণের কথা রয়েছে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।