██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ওল্ড ট্রাফোর্ডে শেষ হাসি ইংল্যান্ডের

৫ উইকেটে জিতেছে ইংলিশরা।

ওল্ড ট্রাফোর্ডে শেষ হাসি ইংল্যান্ডের

ওল্ড ট্রাফোর্ডে শেষ হাসি ইংল্যান্ডের

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-08-25T02:41:05+06:00

আপডেট হয়েছে - 2024-08-25T02:41:05+06:00

চার দিনেই শেষ হয়েছে ওল্ড ট্রাফোর্ড টেস্ট। শেষ দিকে দারুণ রোমাঞ্চ ছড়ালেও ম্যাচ জিতেছে ইংল্যান্ডই। শ্রীলঙ্কার বহু লড়াইকে বৃথা করে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ইংলিশরা। এই জয়ের ফলে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।   [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

ম্যাচে জয়ের দেখা পেয়েছে ইংল্যান্ড। ছবি : গেটি ইমেজস

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২০৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু শ্রীলঙ্কা। ক্রিজে টিকে থাকা কামিন্দু মেন্ডিস এবং দীনেশ চান্দিমাল দারুণ সাবলীল ব্যাটিংয়ে এগোতে থাকেন। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন চান্দিমাল-কামিন্দু। সফলও হয়েছেন অনেকখানি।

দুজনের কার্যকরী ব্যাটিংয়ে বড় হতে থাকে জুটি। শ্রীলঙ্কাও ম্যাচ বাঁচানোর আশা দেখতে থাকে। অসাধারণ ব্যাটিংয়ে কামিন্দু মেন্ডিস তুলে নেন সেঞ্চুরি। দলের ৩০৭ রানের মাথায় ১৮৩ বলে ১১৩ রানের ইনিংস খেলেন কামিন্দু।

 চাপের মুখে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন কামিন্দু। ছবি : গেটি ইমেজসসঙ্গীকে হারালেও ক্রিজে টিকে ছিলেন চান্দিমাল। কামিন্দুর আউটের পর অত বেশি দূর আগাতে পারেনি শ্রীলঙ্কা। তবে ফিফটি হাঁকানো চান্দিমাল লড়াই চালিয়ে গেছেন একদম শেষ পর্যন্ত। ১৪৫ বলে ৬৫ রানের ইনিংস খেলে শেষ ব্যাটার হিসেবে দলের ৩২৬ রানের মাথায় আউট হন চান্দিমাল। বাকিদের মধ্যে মিলান রাথনায়েকে ১৫ বলে ১০ রানের ইনিংস খেলেন।

 

ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন ক্রিস ওকস এবং ম্যাথু পটস।

 

প্রথম ইনিংসে ১২২ রানের লিড নিয়েছিল ইংল্যান্ড। ফলে দ্বিতীয় ইনিংসে ইংলিশদের লক্ষ্য দাঁড়ায় ২০৫। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ইংল্যান্ড তোলে ৩৪ রান। ওপেনার বেন ডাকেট ১৪ বলে ১১ রান করে বিদায় নেন। তিনে নামা অধিনায়ক ওলি পোপ সুবিধা করতে পারেননি। ৬ রান করে বিদায় নেন তিনি।

 লঙ্কানরা লড়াই চালালেও ম্যাচ জিতেছে ইংল্যান্ড। ছবি : গেটি ইমেজসটিকে থাকা ড্যান লরেন্স ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন। দলের ৭০ রানের মাথায় ৫৪ বলে ৩৪ রানের ইনিংস খেলে বিদায় নেন লরেন্স।

 

এরপর ক্রিজে জুটি বাঁধেন জো রুট এবং হ্যারি ব্রুক। ভালোভাবেই এগোচ্ছিল দুজনের জুটি। দেখেশুনে আগাচ্ছিলেন দুজন। তবে ব্রুক ভালো শুরু পেলেও থেমেছেন অল্প রানে। দলীয় ১১৯ রানের মাথায় ৬৮ বলে ৩২ রানের ইনিংস খেলে বিদায় নেন ব্রুক। হ্যারি ব্রুকের বিদায়ের পর ক্রিজে এসে রুটের সাথে যোগ দেন আগের ইনিংসে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকানো জেমি স্মিথ।

 

রুট-স্মিথের জুটিও ছিল দারুণ সাবলীল। বেশ স্বাচ্ছন্দ্যে এগিয়েছেন দুজন। কিছুটা চালিয়ে খেলছিলেন স্মিথ। ফিফটি হাঁকান রুট। স্মিথও ফিফটির দিকেই এগোচ্ছিলেন। তবে শেষমেশ ফিফটিটা আর ছুঁতে পারেননি তিনি। দলের জয়ের বন্দোবস্ত সম্পন্ন করে দলের ১৮৩ রানের মাথায় ৪৮ বলে ৩৯ রানের ইনিংস খেলে আউট হন স্মিথ।

  দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রুট এবং ওকস। ছবি : গেটি ইমেজসশেষ দিকে ক্রিস ওকসকে সাথে নিয়ে জয়ের বাকি কাজটা সেরেছেন রুট। ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। ১২৮ বলে ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জো রুট। অন্যদিকে ওকস ১৮ বলে ৮ রান করে অপরাজিত ছিলেন।

 

শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট তোলেন আসিথা ফার্নান্দো এবং প্রবাথ জয়সুরিয়া। ১ উইকেট শিকার করেন মিলান রাথনায়েকে।


দারুণ এই জয়ের সুবাদে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৯ সেপ্টেম্বর, লর্ডসে।

 

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।               

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

 

 

 

 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.