██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ওয়ানডে অধিনায়কত্বের শুরুতেই জরিমানা গুনলেন কামিন্স

বৃহস্পতিবার প্রথমবারের মতো ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন প্যাট কামিন্স। কামিন্সের নেতৃত্বে প্রথম ওয়ানডে ম্যাচেই জরিমানা গুনতে হলো অস্ট্রেলিয়াকে।

ওয়ানডে অধিনায়কত্বের শুরুতেই জরিমানা গুনলেন কামিন্স

প্রকাশিত হয়েছে - 2022-11-18T21:29:10+06:00

আপডেট হয়েছে - 2022-11-18T21:30:59+06:00

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) অ্যাডিলেডে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি হয় স্বাগতিক অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটায় ৬ উইকেটে জিতে ১-০ তে এগিয়ে থাকলেও জারিমানার মুখে পড়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে স্লো ওভার-রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে স্বাগতিকদের।


ম্যাচ রেফারিদের এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ডেভিড বুন এই নিষেধাজ্ঞা আরোপ করেন। কারণ নির্ধারিত সময়ে বোলিং ইনিংস শেষ করতে পারেনি প্যাট কামিন্সের দল। লক্ষ্যমাত্রা থেকে দুই ওভার পিছিয়ে ছিলেন তারা। অর্থাৎ, ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই জরিমানার মুখোমুখি হতে হলো কামিন্সকে।


আইসিসি কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনালের আর্টিকেল ২.২২ ন্যূনতম ওভার-রেটের সাথে সম্পর্কিত। এই ধারা অনুসারে, নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে ব্যর্থ হলে খেলোয়াড়দের প্রতি ওভারের জন্য তাদের ম্যাচ ফি-এর ২০ শতাংশ জরিমানা করা হয়।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।


এদিকে স্বাগতিক অধিনায়ক কামিন্স নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারার বিষয়টি স্বীকার করেছেন। তাই এক্ষেত্রে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন নেই। মাঠের আম্পায়ার পল উইলসন এবং পল রেইফেল, তৃতীয় আম্পায়ার রড টাকার এবং চতুর্থ আম্পায়ার স্যাম নোগাজস্কি অভিযোগটি মীমাংসা করেন।


উল্লেখ্য, ডেভিড মালানের দুর্দান্ত শতকে ভর করে ২৮৭ রানের লড়াকু পুঁজি পায় সফরকরীরা। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন কামিন্স ও লেগ স্পিনার জাম্পা। ২৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ম্যাচ সহজ করে দেন অজিদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। দুজনে মিলে প্রথম উইকেটে তুলেন মাত্র ১১৮ বল থেকে ১৪৭ রান। ৮৪ বলে ১ ছক্কা ও ১০ চারে ৮৬ রান করেন ওয়ার্নার। হেডও সমান বাউন্ডারিতে ৫৭ বলে ৬৯ রান করেন। তিনে নামা স্টিভ অপরাজিত থাকেন ৭৮ বলে ১ ছক্কা ও ৯ চারে ৮০ রান করে।


বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.