ওয়ার্নারকে পাকিস্তান দলের পক্ষ থেকে বিদায়ী উপহার
ওয়ার্নারের হাতে স্মারক জার্সি তুলে দেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ।

ওয়ার্নারকে পাকিস্তান দলের বিদায়ী উপহার
প্রকাশিত হয়েছে - 2024-01-06T15:58:38+06:00
আপডেট হয়েছে - 2024-01-06T16:06:32+06:00
কথা ছিল পাকিস্তান সিরিজ শেষেই বিদায় জানাবেন টেস্ট ক্রিকেটকে। ডেভিড ওয়ার্নারের বিদায়টা জয়ের রঙে রঙিন করল অস্ট্রেলিয়া। সিডনি টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে অজিরা, বীরের বেশেই বিদায় নিয়েছেন ওয়ার্নার। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
সিডনিতে নিজের শেষ টেস্ট ম্যাচটা খেলেছেন ওয়ার্নার। ছবি : গেটি ইমেজস
ম্যাচ শেষে ওয়ার্নারের হাতে দারুণ একটি উপহার তুলে দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। পাকিস্তানের ক্রিকেটারের বাবর আজমের একটি জার্সিতে দলের সকল ক্রিকেটারের অটোগ্রাফ নিয়ে তা ওয়ার্নারকে দিয়েছেন মাসুদ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চ ছাড়ার আগে মাসুদ বলেন, ‘ওয়ার্নারের বিদায়ী উপহার হিসেবে আমরা তাকে একটি প্রশংসাসূচক স্মারক দিতে চাই।’
এরপর ওয়ার্নারকে মঞ্চে ডেকে নিয়ে তার হাতে পাকিস্তান দলের একটি জার্সি তুলে দেন মাসুদ এবং বলেন, ‘এটা বাবর আজমের জার্সি, যেখানে পাকিস্তানের বর্তমান টেস্ট দলের সবার অটোগ্রাফ আছে।’ এ সময় ওয়ার্নারকে অবসর-পরবর্তী জীবনের জন্য শুভকামনাও জানান পাক দলপতি।
সিডনি টেস্ট দিয়েই ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ওয়ার্নার। টেস্টে তার বিকল্প খুঁজে পাওয়াটা কঠিন হবে বলে জানান অজি অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেন, ‘ডেভি (ওয়ার্নার) ও মারনাস (লাবুশেন) আজ যেভাবে ব্যাট করল, সেটা অসাধারণ ছিল। পুরো স্টেডিয়াম যেন (আনন্দে) ফেটে পড়ছিল। ওই মুহূর্তটা দারুণ ছিল। দৃশ্যত এটা ডেভির শেষ টেস্ট ম্যাচ। বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে, বিশেষ করে সে যেভাবে খেলে থাকে। সে সত্যিই এক কঠিন ব্যক্তিত্ব। অ্যাডিলেডে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের ভেন্যু) যাওয়ার আগে এক সপ্তাহ বাড়িতে কাটাব। এই সিরিজ আর ডেভির ক্যারিয়ারকে অনুধাবন করার জন্য এটাই ভালো সময়।’
তিন ম্যাচের টেস্ট সিরিজটা ৩-০ ব্যবধানে জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া। এবার কিছুদিন বিরতি নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামার পালা অজিদের।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।