ওয়ার্নারের না থাকার খবর ফেসবুকে জেনেছেন সতীর্থ জাকের
সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার চোটের কারণে ছিটকে গিয়েছেন বিপিএল থেকে। ওয়ার্নারের চোটের খবর অবশ্য প্রথমে জানায়নি সিলেট সিক্সার্সের টিম ম্যানেজমেন্ট। দলটির ব্যাটসম্যান জাকের আলি অনিক জানালেন তিনিও জানতেন না ওয়ার্নারের ছিটকে পড়ার খবর। জেনেছেন ফেসবুক থেকে। তবে যতদিন ওয়ার্নার ছিলেন তার কাছ থেকে ‘কমিটমেন্ট’ শিখেছেন বলে জানিয়েছেন জাকের।

ওয়ার্নারের সঙ্গে পঞ্চম উইকেটে ৬৩ রানের জুটি গড়েন জাকের। চাপ নয়, ওয়ার্নারের সঙ্গটা উপভোগ করেছেন তিনি। জাকের বলেন, ” আসলে চাপ ছিল না। আমাকে বলেছিল শুধু ব্যাটে বল লাগাও। আর আমি এমনকি স্কোরবোর্ডে তাকাইনি। ও আমাকে বলেছে বি স্মার্ট। তুমি যেভাবে ব্যাটিং করো সেভাবেই করো। আর আমিও ফেসবুকেই দেখেছি ওয়ার্নার চলে যাবে।”
মাঠে সবসময় নিবেদিত প্রাণ ডেভিড ওয়ার্নার। জাকের আলিও বললেন সেই কথা। তিনি বলেন, অনেক কিছু শেখার আছে। এর আগের ম্যাচে যখন ৩ বা ৪ বলে ৩৪ রান লাগে তখন সে ফিল্ডিংয়ে অনেক ডাইভ দিয়েছে। এগুলো সবই হলো কমিটমেন্ট। সে তার কমিটমেন্ট দেখিয়েছে। “
Also Read - দল সাফল্য পেলেই খুশি সোহানজাকের জানালেন ভাষাগত কারণে অধিনায়ক ওয়ার্নারের সাথে যোগাযোগে স্থানীয় ক্রিকেটারদের যেন সমস্যা না হয় তাই ধীরে ধীরে কথা বলতেন তিনি। তিনি বলেন, “বাংলা এতটা ব্যবহার করে নাই। কয়েকটা ভাষা তো আপনাদের সামনেই বলেছে। আমাদের সাথে খুব আস্তে আস্তে কথা বলে।
সিলেট সিক্সার্সের পুঁজি ছিল ১৫৮ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা ডায়নামাইটস জয় পেয়েছে তিন ওভার হাতে রেখে। তবে জাকের মনে করেন লড়াই করার মত পুঁজি ছিল সিলেটের। জাকের বলেন, “আমি মনে করি আমরা যে অবস্থায় ছিলাম লড়াই করার মত রান অবশ্যই ছিল। হয়নি আসলে কারণ ওরা খুব ভালো খেলেছে। অভাব না, আমরা আমাদের পরিকল্পনামাফিক খেলেছি। আজকের উইকেটটা ভালো ছিল। ওরা ভাল খেলেছে, ক্রেডিট ওদের। কোচ হয়তো মনে করেছেন সোহেল তানভীর বিশ্রাম নিলে ভাল হবে। এটা কোচের পরীক্ষণ। এটা আমার কিছু বলার নাই।”
ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন সাকিব। হয়েছেন ম্যাচসেরা। তার ইনিংস নিয়ে জাকের বলেন, “সাকিব ভাই সেরাদের একজন। তিনি সেরা। কিন্তু আজকে চাচ্ছিলাম উনি যেন আউট হয়ে যায়। উনার থেকে অনেক কিছু শেখার আছে। উনি পাওয়ারপ্লে টা ব্যবহার করেছেন। তার ইনিংসটাই জয়ের ভিত গড়ে দিয়েছে।”
আরো পড়ুন : ইঞ্জুরি ও দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ওয়ার্নার
‘