ওয়ার্নের রেকর্ড অক্ষুণ্ণ রেখেই বিদায় জিমির

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-07-12T20:18:36+06:00
আপডেট হয়েছে - 2024-07-12T21:24:27+06:00
স্বর্গে বসে হয়ত হাসছেন শেন ওয়ার্ন। মুচকি হাসি নয়, সেই চিরচেনা সবগুলো দাঁত দেখিয়ে উষ্কখুষ্ক চুলের হাসি। স্পিন বনাম পেস, ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথের রথে চেপে কতবারই তো প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন জেমস অ্যান্ডারসনের। অক্লান্ত সাবমেরিনের মতো ছুটতে ছুটতে জিমি এসে থামলেন ঠিক ওয়ার্নের সামনে… মাত্র ৪টা উইকেটেরই তফাৎ তো!
টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি পেসার হয়েছিলেন আগেই। অবসরের আগে অ্যান্ডারসনের সামনে সুযোগ ছিল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হয়ে শেষ করার। তবে শেষপর্যন্ত ওয়ার্নের রেকর্ড অক্ষুণ্ণ থাকলো, কিংবা বলা ভালো অ্যান্ডারসন ওয়ার্নের রেকর্ড অক্ষুণ্ণই রাখলেন।
৪১ বছর ৩৪৮ দিন বা প্রায় ৪২ বছর বয়সে এসে টেস্ট ক্রিকেটকে, তথা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটকে নিখাদভাবে ভালোবেসে যিনি নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। সামনে ছিল ২০০ টেস্ট খেলার হাতছানি। তা না হোক, অন্তত ৭০৯ উইকেট তো হতেই পারত, ছাড়িয়ে যেতেই পারতেন ওয়ার্নকে। কিন্তু নিজের শেষ টেস্টে ৪ উইকেট শিকার করে ৭০৪ এই থামলেন জিমি, ওয়ার্ন রইলেন দ্বিতীয় স্থানে ৭০৮ উইকেট নিয়ে।
শুধু টেস্ট কেন, তিন ফরম্যাট মিলিয়ে অর্থাৎ সবচেয়ে বেশি আন্তর্জাতিক উইকেটের দিক থেকেও ওয়ার্নকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল অ্যান্ডারসনের। এখানেও ক্রমটা ঠিক টেস্টের মতই- শীর্ষে মুত্তিয়া মুরালিধরন, দ্বিতীয় স্থানে ওয়ার্ন, অ্যান্ডারসন তৃতীয়। শীর্ষে আসীন মুরালি ১৩৪৭ উইকেট নিয়ে ধরাছোঁয়ার বাইরে। ১ হাজার ১টি উইকেট আছে প্রয়াত ওয়ার্নের। অ্যান্ডারসন থামলেন ৯৮৭ উইকেটে। হয়ত আর এক বছর খেললেই দুই ক্যাটাগরিতেই বনে যেতেন বিশ্বের দ্বিতীয় সেরা বোলার।
তবে স্মরণীয় হয়ে থাকতে হলে থামতে হয় তো এভাবেই। হুট করে, অপ্রত্যাশিতভাবে, শেষ ট্রেনে বাড়ি ফেরার রোমাঞ্চ পুষে রাখা ক্রিকেট ভক্তদের স্বপ্নরথ হুট করে থামিয়ে, এই আমি বাড়ি চললেম বলে ড্রাইভিং সিটের সেই কিংবদন্তি, আকস্মিক বজ্রঝড়ে…
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।