ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দল নিয়ে মাথাব্যথা নেই তামিমের
করোনাভাইরাসের প্রকোপের কারণে বাংলাদেশ সফরে আসেনি হোল্ডার, পোলার্ডদের মতো শীর্ষ ক্রিকেটাররা। তবে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল এসব নিয়ে ভাবছেন না। মাঠের পারফরম্যান্সের দিকেই নজর তার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে শেষ পাঁচবারের দেখায় পাঁচটিতেই জিতেছে বাংলাদেশ। এমনকি গত দুই সিরিজে নিজেদের সেরা দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে এবার দৃশ্যপট একটু ভিন্ন। বাংলাদেশ সফরে আসেনি ওয়েস্ট দলের তারকা ক্রিকেটাররা।
Also Read - পান্ট-পুজারার ব্যাটে চড়ে ভারতের সিরিজ জয়ওয়েস্ট ইন্ডিজ দলের অধিকাংশ ক্রিকেটারই তরুণ। তবে তাদের দ্বিতীয় সারির দল নিয়ে ভাবছেন না তামিম। এই সিরিজ দিয়েই ওয়ানডে সুপার লিগের মিশন শুরু করবে বাংলাদেশ। আর তাই তামিমের কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ।
“পৃথিবীর অনেক দেশে দল ঘোষণার পর দল জানা যায়। কিন্তু আমাদের দেশে আপনাদের মাধ্যমে আমরা আগেই দল জেনে ফেলি। তাই আমি বলি আর না বলি এটা খুব একটা প্রভাব ফেলবে না। আপনারা সবাই কমবেশি বুঝতে পারেন।”
“দ্বিতীয়ত ওয়েস্ট ইন্ডিজ দল নিয়ে বললেন। ওরা কী দল পাঠাবে, কোন খেলোয়াড় আসবে বা আসবে না এটা আমাদের ব্যাপার না। আমাদের নিয়ন্ত্রণে আছে আমাদের ভালো খেলা। বিশ্বকাপ কোয়ালিফায়ারের জন্য এখন থেকে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই যেসব বিষয় আমাদের নিয়ন্ত্রণে আছে সেসব নিয়েই ভাবছি। যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে আলাপ করেও খুব বেশি লাভ নেই।”
উল্লেখ্য, আগামীকাল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে মাঠে নামছে দুই দল। ম্যাচটি আরম্ভ হবে বাংলাদেশ সময় ১১.৩০ মিনিটে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেও অনুষ্ঠিত হবে মিরপুরে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।