কন্ডিশন-উইকেটের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন বোল্টরা
বিশ্বকাপে যেন উড়ছে নিউজিল্যান্ড।

কন্ডিশন-উইকেটের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন বোল্টরা
প্রকাশিত হয়েছে - 2023-10-14T01:37:21+06:00
আপডেট হয়েছে - 2023-10-14T01:38:49+06:00
চলমান বিশ্বকাপে যেন উড়ন্ত ফর্মে আছে নিউজিল্যান্ড। তিন ম্যাচ খেলে তিনটিতেই পেয়েছে দাপুটে জয়। সর্বশেষ ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে কিউইরা। এর আগে ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষেও হেসেখেলে জিতেছে নিউজিল্যান্ড। [এখানে কুইজ খেলে জিতে নিন মোবাইল]
ট্রেন্ট বোল্ট। ছবি : গেটি ইমেজস
বিশ্বকাপে এখনও পর্যন্ত অসাধারণ ক্রিকেট খেলেছে নিউজিল্যান্ড। তিন ম্যাচেই প্রতিপক্ষকে একদম ধসিয়ে দিয়েছে তারা। প্রথম ম্যাচে ইংল্যান্ড, এরপর নেদারল্যান্ডসকে হারানোর পর এবার দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের বিপক্ষে। ভারতের তিন ভিন্ন শহরে এসেছে দারুণ তিনটি জয়। একেক কন্ডিশনে একেক ধরনের উইকেটের চ্যালেঞ্জ নেওয়াটা বেশ উপভোগও করছেন কিউই ক্রিকেটাররা। বাংলাদেশের ম্যাচের পর এই ব্যাপারে কথা বলেছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বোল্ট বলেন, ‘হ্যাঁ সবকিছু বেশ দ্রুতই ঘটেছে। আমি আগে বলেছিলাম যে এই টুর্নামেন্টের চ্যালেঞ্জিং বিষয় হতে যাচ্ছে বিভিন্ন উইকেটে বিভিন্ন কন্ডিশনে ভালোভাবে মানিয়ে নেওয়া। তবে ছেলেরা দারুণভাবে মানিয়ে নিয়েছে, দুর্দান্ত ক্রিকেট খেলেছে। বোলিং এবং ব্যাটিং দিয়ে আমরা নিজেদের প্রমাণ করেছি। এখনও অনেক ক্রিকেট বাকি আছে। তবে আমরা বেশ ভালো একটি অবস্থানে আছি। তিন ম্যাচের মধ্যে তিনটি জয়।’
চেন্নাইয়ের উইকেট সম্পর্কে বোল্ট জানান, ‘দেখুন আপনি নেটে খেলে উইকেট নিয়ে ধারণা পেতে পারেন। আজকের উইকেট ভালোই মনে হয়েছে। কিছুটা শক্ত মনে হয়েছে, বাউন্সও ছিল। এগুলো হয়ত চেন্নাইয়ের উইকেট সম্পর্কে সাধারণত আপনারা শুনবেন না। তবে যাইহোক না কেন ছেলেদের বেশ ভালো একটি পরিকল্পনা ছিল। আমরা সঠিক জায়গায় বোলিং করতে চেয়েছি, এক্যুরেট হতে চেয়েছি। ইনিংসের পুরো সময় জুড়ে আমরা উইকেট তুলে গেছি। বিষয়টি বেশ ভালো। ২৫০ রান বেশ ভালো সংগ্রহ। আমরা শেষ দিকে সেই রান তাড়া করে জিততেও পেরেছি। বিষয়টা বেশ ভালো।’
একেক কন্ডিশনে একেক উইকেটে খেলার ব্যাপারে বোল্ট জানান, ‘আসলে সূচি প্রকাশ হওয়ার পর এই বিষয়টিকে আমি ইতিবাচকভাবে নিয়েছি। মনে হয়েছে দেশের ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন কন্ডিশনে মানিয়ে নেওয়াটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। কীভাবে কোথায় বোলিং করতে হবে কীভাবে সবকিছু সামাল দিতে হবে এসব ব্যাপারে আমাদের পরিকল্পনা ছিল। সামনেও একেক কন্ডিশনে একেক দলের বিপক্ষে আমাদের খেলতে হবে। আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি।’
ট্রেন্ট বোল্ট। ছবি : গেটি ইমেজস
নিউজিল্যান্ডের অনেক ক্রিকেটারই আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন। মাঠে চেন্নাইয়ের অনেক সমর্থক তাই ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনারদের সমর্থন দিতে এসেছিলেন। ভারতে এসে নিজেদের জন্য সমর্থন পেয়ে বেশ উচ্ছ্বসিত বোল্ট। এই ব্যাপারে তিনি বলেন, ‘আসলে ভারতের এই প্রান্তে এসে দর্শকদের সাথে এভাবে মিশতে পারার ব্যাপারটি দারুণ। অনেক গরমের মধ্যেও মাঠে আমাদের সমর্থনে অনেক দর্শক এসেছেন। এসব ব্যাপার আমাদের বেশ ভালো লাগে। ভালো ক্রিকেট খেলে তাদের খুশি করতে পারাটাও দারুণ। টুর্নামেন্টের সামনের দিনগুলোতেও এমন কিছু আমরা পাব বলে আশা করছি।’
বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৩ জয়ের ফলে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে দুরন্ত ফর্মে থাকা নিউজিল্যান্ড। অবস্থান করছে পয়েন্ট টেবিলের একদম শীর্ষে। অন্যদিকে ১ জয় এবং ২ হারের ফলে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে আছে বাংলাদেশ। আগামী ১৯ নভেম্বর স্বাগতিক ভারতের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে টাইগাররা। অন্যদিকে কিউইদের পরবর্তী ম্যাচ আগামী ১৮ অক্টোবর, প্রতিপক্ষ আফগানিস্তান।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।