Scores

কমলো অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের পয়েন্ট ব্যবধান

আইসিসি ওয়ানডে  র‍্যাংকিংয়ে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার ব্যবধান কমেছে। র‍্যাংকিংয়ের টেবিলে ষষ্ঠ স্থানে থাকা অস্ট্রেলিয়া ও সপ্তম স্থানে থাকা বাংলাদেশ এখন পরস্পরের চেয়ে মাত্র ৭ পয়েন্ট ব্যবধান দূরে রয়েছে।

এ কোন অস্ট্রেলিয়া!
অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় দুঃসময়ের ছাপ এবার র‍্যাংকিংয়েও! ছবি: গেটি ইমেজ

আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে এই চিত্র দেখা যায়। অস্ট্রেলিয়ার সাথে যেকোনো সময়ে এটিই বাংলাদেশের সবচেয়ে কম ব্যবধান। আর ব্যবধান কমার পেছনে বাংলাদেশের পারফরম্যান্সের চেয়েও বড় অবদান অস্ট্রেলিয়ার দুঃসময়।

আইসিসির সর্বশেষ সরবরাহ করা র‍্যাংকিংয়ে দেখা যায়, ১০১ রেটিং পয়েন্ট নিয়ে সর্বশেষ টেবিলে অবস্থান করা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১ কমেছে। এতে দলটির বর্তমান রেটিং পয়েন্ট হয়েছে ১০০। অন্যদিকে আগের টেবিলে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯৩, যা সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিং টেবিলেও অপরিবর্তিত রয়েছে।

Also Read - সাকিব-এনামুলের পাশে তাইজুল

সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ের সাথে আগের তালিকার খুব একটা হেরফের না থাকায় দলগুলোর অবস্থানে পরিবর্তন আসেনি। ১২৬ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছে যথারীতি ইংল্যান্ড। তাদের চেয়ে ৫ রেটিং পয়েন্ট কম নিয়ে তালিকার দুইয়ে অবস্থান ভারতের। ১১৩ পয়েন্ট নিয়ে আগের টেবিলে থাকা নিউজিল্যান্ড এখনও আছে তৃতীয় স্থানে, তবে হারিয়েছে একটি রেটিং পয়েন্ট। অন্যদিকে ১১০ থেকে বেড়ে ১১১ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে দক্ষিণ আফ্রিকা।

১ পয়েন্ট বেড়ে ১০২ পয়েন্টধারী পাকিস্তানের পরেই রয়েছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। বাংলাদেশের পর তথা অষ্টম স্থানে থাকা দলটির নাম শ্রীলঙ্কা, যাদের রেটিং পয়েন্ট ৭৯। নবম স্থানে থাকা উইন্ডিজের রেটিং পয়েন্ট ৭২ এবং দশম স্থানে থাকা আফগানিস্তানের ক্ষেত্রে সংখ্যাটি ৬৭।

আইসিসির মিডিয়া রিলিজে প্রকাশিত র‍্যাংকিংয়ের ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর দল হল- জিম্বাবুয়ে (রেটিং পয়েন্ট ৫২), আয়ারল্যান্ড (রেটিং পয়েন্ট ৩৯), স্কটল্যান্ড (রেটিং পয়েন্ট ৩৩) ও সংযুক্ত আরব আমিরাত (রেটিং পয়েন্ট ২১)। র‍্যাংকিংয়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট কমার বিপরীতে বেড়েছে কেবল দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের।

আরও পড়ুন: বড় ধাক্কা কাটিয়ে লড়ছে জিম্বাবুয়ে

Related Articles

ফিরে দেখা: ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ

বিশ্বকাপে ফেবারিট নয় অস্ট্রেলিয়া!

বিগ ব্যাশের দলে নেওয়া যাবে ৬ বিদেশি ক্রিকেটার!

স্মিথে মুগ্ধ হয়ে ‘আরামে ঘুমিয়েছেন’ ল্যাঙ্গার!

বিশ্বকাপের আগে চওড়া হচ্ছে স্মিথের ব্যাট