██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

করাচি টেস্টে বিপাকে পাকিস্তান, শেষের রোমাঞ্চের অপেক্ষা

হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে করাচি টেস্টে। শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষা।

করাচি টেস্টে বিপাকে পাকিস্তান, শেষের রোমাঞ্চের অপেক্ষা

করাচি টেস্টে বিপাকে পাকিস্তান, শেষের রোমাঞ্চের অপেক্ষা

প্রকাশিত হয়েছে - 2023-01-05T20:14:26+06:00

আপডেট হয়েছে - 2023-01-05T20:14:26+06:00

খেলার সারসংক্ষেপ

  • করাচি টেস্টে বাকি আছে শেষদিনের রোমাঞ্চ
  • চলছে সেয়ানে সেয়ানে লড়াই
  • ৩১৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে গেছে পাকিস্তান
  • জমজমাট করাচি টেস্টের শেষবেলায় এসে বেকায়দায় পড়ে গেছে পাকিস্তান। ৩১৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বোর্ডে কোনো রান না তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে বাবর আজমের দল। এবার শেষদিনের রোমাঞ্চের অপেক্ষা।

     দারুণ খেলেছেন টম ব্লান্ডেল। ছবিঃ গেটি ইমেজস 

    ৯ উইকেটে ৪০৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেনি তারা। মাত্র এক রান যোগ করার পরেই অলআউট হয়ে যায়। ১২৫ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন সাউদ শাকিল। আর আবরার আহমেদকে ফিরিয়ে দিয়ে পাকিস্তানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন কিউই স্পিনার ইশ সোধি। সেই সাথে দলকে এনে দেন ৪১ রানের লিড।

    এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই আগের ইনিংসে সেঞ্চুরিয়ান ডেভন কনওয়ের উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। বোর্ডে তখন মাত্র ৫ রান। তবে শুরুর সেই ধাক্কা সামলে উঠতে তেমন একটা বেগ পেতে হয়নি কিউইদেরকে। উইলিয়ামসনকে সাথে নিয়ে ১০৯ রানের দারুণ এক জুটি গড়েন আরেক ওপেনার টম ল্যাথাম। ফিফটিও তুলে নেন ল্যাথাম।

    পাকিস্তানের বোলিং চাপে ফেলে দিয়েছিল নিউজিল্যান্ডকে। ছবিঃ গেটি ইমেজস

    দলীয় ১১৪ রানের মাথায় ১০৩ বলে ৬২ রানের ইনিংস খেলে আউট হয়ে যান ল্যাথাম। ঠিক পরের ওভারেই সাজঘরে ফিরে যান উইলিয়ামসনও। আউট হওয়ার আগে ৪১ রানের ইনিংস খেলেন উইলিয়ামসন। চারে নামা হেনরি নিকোলসও খুব বেশিক্ষণ টিকতে পারেননি। ১২৮ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে তখন কিছুটা চাপেই পড়ে যায় নিউজিল্যান্ড।

     

    সেই চাপ থেকে কিউইদেরকে উদ্ধার করেন মাইকেল ব্রেসওয়েল এবং টম ব্লান্ডেল। দুজনের ১২৭ রানের অনবদ্য এক জুটিতে ভর করেই আলোর দিশা পায় নিউজিল্যান্ড। ফিফটি তুলে নিয়েছেন দুজনই। দেখেশুনে খেলে দলের রানার চাকা সচল রেখেছেন সবসময়। দলও তাই বেশ ভালো সংগ্রহ দাঁড় করাতে পেরেছে।

     দারুণ খেলেছেন ব্রেসওয়েলও। ছবিঃ গেটি ইমেজস

    ২৫৫ রানের মাথায় আউট হয়ে ফিরে যান ১৩৫ বলে ৭৪ রানের দারুণ এক ইনিংস খেলা টম ব্লান্ডেল। এরপর ড্যারিল মিচেলকে সঙ্গে নিয়ে দলের রানটা আরও একটু বাড়িয়ে নেন ব্রেসওয়েল। ৫ উইকেট হারিয়ে ২৭৭ রান তোলার পরই ইনিংস ঘোষণা করে কিউইরা। শেষপর্যন্ত অপরাজিত থেকে ১১৯ বলে ৭৪ রান করেন ব্রেসওয়েল। অন্যদিকে ৮ বলে ৬ রান করে অপরাজিত ছিলেন মিচেল। জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩১৯।

     

    পাকিস্তানের হয়ে ঘুরেফিরে কমবেশি সবাইই ভালো বোলিং করেছেন। ১টি করে উইকেট তুলেছেন নাসিম শাহ, মীর হামজা, আবরার আহমেদ, আঘা সালমান এবং হাসান আলী।

     

    শেষবেলায় ব্যাটিংয়ে বেশ চাপে পড়ে গেছে পাকিস্তান। বোর্ডে কোনো রান না তুলতেই হারিয়ে ফেলেছে দুই উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই টিম সাউদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন পাক ওপেনার আব্দুল্লাহ শফিক। এরপর নাইটওয়াচম্যান মীর হামজা নামলেও খুব একটা সুবিধা করতে পারেননি। দিনের শেষ বলে আউট হয়েছেন তিনিও। ক্রিজে এখন টিকে আছেন ইমাম উল হক।


    নিউজিল্যান্ডের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন টিম সাউদি এবং ইশ সোধি। জয়ের জন্য এখনও ৩১৯ রান দরকার পাকিস্তানের, হাতে আছে ৮ উইকেট।

    পাকিস্তানের হয়ে ক্রিজে টিকে আছেন ইমাম উল হক। ছবিঃ গেটি ইমেজস

    পাকিস্তানের মূল ব্যাটারদের প্রায় সবাই এখনও ব্যাটিংয়ে নামেননি। শেষদিনে তাই বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই আশা করা যাচ্ছে। লড়াই অবশ্য পুরো করাচি টেস্ট জুড়েই হয়েছে। চার দিন ধরে সেয়ানে সেয়ানে লড়তে থাকা দুই দল নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে শেষ হাসিটা কারা হাসে তাই এখন দেখার বিষয়।  


    দুই দলের মধ্যকার দুই টেস্টের সিরিজের প্রথমটি ড্র হয়েছিল। এই ম্যাচের ওপরই তাই নির্ভর করছে সিরিজের ভাগ্য।


    বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

     

    একটি মন্তব্য করতেলগইনঅথবা

    More

                    ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                    ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                    ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                    ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                    ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                     ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   
    
    Developed By Coder71 Ltd.