██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

কানপুর 'টেস্ট সেন্টার', আগে কখনও পরিত্যক্ত হয়নি : বিসিসিআই

কানপুর 'টেস্ট সেন্টার', আগে কখনও পরিত্যক্ত হয়নি : বিসিসিআই

প্রকাশিত হয়েছে - 2024-09-30T16:31:10+06:00

আপডেট হয়েছে - 2024-09-30T16:32:51+06:00

ভারত-বাংলাদেশ কানপুর টেস্টের ভেন্যু গ্রিন পার্ক স্টেডিয়াম আলোচনায় পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে। ম্যাচের প্রথম দিনের সিংহভাগ আর দ্বিতীয় দিনের পুরো ভাগ ভেসে যায় বৃষ্টিতে। তবে তৃতীয় দিন বৃষ্টি না হলেও নাজুক আউটফিল্ডের কারণে দিনের খেলা পরিত্যক্ত হয়। ভারতের মতো ধনী বোর্ড তাতে পড়ে তোপের মুখে। 

তবে এবার বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লা নিজেদের অবস্থান পরিস্কার করলেন। অন্য কোনো ভেন্যুতে কেন এই টেস্ট দেওয়া হলো না- এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, কানপুর টেস্ট সেন্টার হিসেবেই এখানে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ আয়োজন করা হচ্ছে। 

রাজিব বলেন, 'এই মাঠ ৮০ বছরের পুরনো, ঐতিহাসিক একটা মাঠ। এটা স্থায়ী টেস্ট সেন্টার। আসল পাঁচটি পার্মানেন্ট টেস্ট সেন্টার হলো কলকাতা, চেন্নাই, দিল্লী, ব্রেবোর্ন মুম্বাই এবং কানপুর। এখানেই টেস্ট হওয়ার কথা। এবারই প্রথম এত বৃষ্টি হলো যে আমরা ২ দিন খেলা আয়োজন করতে পারিনি। ইতিহাস বলছে এখানে কোনো ম্যাচ পরিত্যক্ত হয়নি।'

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

বৈরি আবহাওয়ার কারণে খেলা পরিত্যক্ত হওয়ার ঘটনাকে স্বাভাবিকভাবে দেখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, 'বিশ্বের অনেক জায়গাতেই বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হয়। এখানে যে দুইদিন খেলা হয়নি আমার মনে হয় না এটা নিয়ে এত সমালোচনার কিছু আছে।'

তবে রাজিব শুক্লা স্বীকার করেছেন, কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের মাঠে পানি নিষ্কাশনের জন্য আধুনিক ড্রেনেজ সিস্টেম নেই। তবে ভবিষ্যতে এই মাঠকে বৃষ্টির পর আরও দ্রুত প্রস্তুত করার ব্যবস্থা করা যায় কি না, তা নিয়ে উত্তরপ্রদেশ ক্রিকেট এসোসিয়েশনের সাথে আলোচনা করছে বিসিসিআই।

'এই মাঠ যখন বানানো হয়েছে তখন তো এত প্রযুক্তি ছিল না। লক্ষ্ণৌ স্টেডিয়াম সম্প্রতি বানানো, ওখানে প্রযুক্তির ব্যবহার হয়েছে। বারানসিতে যে স্টেডিয়াম হচ্ছে সেখানে হাই টেক মডার্ন টেকনোলোজি আছে যেটা দ্রুত পানি নিষ্কাশন করতে পারে। এখানেও আমরা এমন করার পরিকল্পনা করছি, কর্তৃপক্ষের সাথে কথা বলেছি কীভাবে করা যায় যাতে দ্রুত পানি শুষে নেবে।'

সিরিজের প্রথম টেস্ট হয়েছিল চেন্নাইয়ে। বাকি তিনটি টেস্ট ভেন্যু রেখে কেন কানপুরেই টেস্ট আয়োজন করা হলো তাও বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে, তারও জবাব দিয়েছেন রাজিব, 'বিশ্বের মধ্যে ভারতে সবচেয়ে বেশি ভেন্যু আছে। আমাদের অন্যান্য ভেন্যুকেও সুযোগ দিতে হবে।'

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.