কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল ঘোষণা
বর্তমানে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স। তার অধীনে একদিনের ফরম্যাটের বিশ্বকাপে ভালো করতে মরিয়া অজিরা।

প্রকাশিত হয়েছে - 2022-11-08T14:16:10+06:00
আপডেট হয়েছে - 2022-11-08T14:16:10+06:00
আগামী সপ্তাহে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টানা অফ-ফর্ম আর বয়সের কথা মাথায় রেখে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন অজিদের সদ্য সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ইংলিশদের বিপক্ষে এবার স্বাগতিকদের নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। এই সিরিজ দিয়ে নিজের ওডিআই অধিনায়কত্বের যাত্রা শুরু করবেন ডানহাতি এই ফাস্ট বোলার।
অস্ট্রেলিয়া
জস বাটলারের দলের বিপক্ষে সাদা বলের এই সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলে রয়েছেন নিয়মিত সবাই। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়া দুই বছরের মধ্যে প্রথমবারের মতো পূর্ণ-শক্তির ৫০ ওভারের দল মাঠে নামবে।
গত মাসে অবশ্য টেস্ট দলের দায়িত্ব সামলান কামিন্স। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারেনি অজিরা। আর ২০২৩ সালেই ভারতে রয়েছে ওয়ানডে বিশ্বকাপের আসর। তাই কুড়ি ওভারের ফরম্যাটের বিশ্বকাপে নিজেদের যাত্রা শেষ হওয়ার সাথে সাথে এই মাসেই কামিন্সের অধীনে আরও একটি আইসিসি ইভেন্টের প্রস্তুতি শুরু করবে অজিরা।
কামিন্সের মতো ফাস্ট বোলারকে, যাদের সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সময়সূচির কারণে প্রতিটি সিরিজে উপস্থিতির সম্ভাবনা কম, অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার ব্যাপারে সর্তক আছে সিএ। তবে ইংলিশদের বিপক্ষে একদিনের সিরিজের স্কোয়াডে দলের কোনো তারকাকে বাদ দেওয়া হয়নি অজিদের শিবির থেকে। অ্যাডিলেড, মেলবোর্ন এবং সিডনিতে অনুষ্ঠিত হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার ১৪ সদস্যের দলে রয়েছেন নিয়মিতদের সবাই।
এর আগে সর্বশেষ ২০২০ সালের নভেম্বরে ভারত পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া গেলে পূর্ণ-শক্তির ওয়ানডে দল মাঠে নামায় সিএ। অ্যাডিলেড ওভালে ডেটল সিরিজের উদ্বোধনী ম্যাচটি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মাত্র চার দিন পরে।
এদিকে সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চের অবসরে ট্র্যাভিস হেড ডেভিড ওয়ার্নারের সাথে ওপেনিংয়ে নতুন জুটি গড়বেন ইংল্যান্ড সিরিজে। যা পরের বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিতব্য পরবর্তী ওয়ানডে বিশ্বকাপও দেখা যেতে পারে।
অস্ট্রেলিয়া ওডিআই স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রেভিস হেড, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।