██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

কুমিল্লার হ্যাটট্রিক নাকি বরিশালের প্রথম?

জমজমাট ফাইনালের অপেক্ষায় দেশবাসী।

কুমিল্লার হ্যাটট্রিক নাকি বরিশালের প্রথম?

কুমিল্লার হ্যাটট্রিক নাকি বরিশালের প্রথম?

প্রকাশিত হয়েছে - 2024-02-29T23:14:03+06:00

আপডেট হয়েছে - 2024-03-01T13:59:45+06:00

দেখতে দেখতে বিপিএলে বাজছে বিদায়ের সুর। রাত পোহালেই মাঠে গড়াবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টের ফাইনাল। সাত দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে টুর্নামেন্টে টিকে আছে দুই দল – কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল।    [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

  বিপিএলের ট্রফি। 

 

বিপিএলে বরাবরই ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চারবারের শিরোপাজয়ী দলটি বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি সফল। সর্বশেষ দুই আসরে জিতেছে টানা শিরোপা। এবারও দলে তারকার মেলা। হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ এবার তারকায় ঠাসা কুমিল্লার সামনে। শিরোপা জেতার মত রসদও আছে ভালো রকমের। ফাইনালের আগে তাদের বাড়তি পাওনা মাথার আঘাত সেরে মুস্তাফিজুর রহমানের ফিরে আসা। সবকিছু ঠিক থাকলে ফাইনালে কুমিল্লার হয়ে খেলবেন মুস্তাফিজ।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।


কুমিল্লার দলের বড় শক্তি ফর্মে থাকা দুই দেশি ক্রিকেটার লিটন দাস এবং তাওহিদ হৃদয়। বিদেশিদের মধ্যে সুনীল নারাইন অতটা বিধ্বংসী ফর্মে না থাকলেও জ্বলে উঠতে পারেন যেকোনো সময়। এছাড়া মঈন আলী, আন্দ্রে রাসেলরা নিজেদের দিনে দুমড়েমুচড়ে দিতে পারেন যেকোনো প্রতিপক্ষকে।

 

এছাড়া দেশি তরুণ জাকের আলী অনিকও ফিনিশিংয়ে কুমিল্লার বড় ভরসা। পাওয়ারহিটিংয়ে পটু জাকের এবারের বিপিএলে ভালোভাবেই চিনিয়েছেন নিজের জাত। ফাইনালেও নিশ্চিতভাবেই মুখিয়ে থাকবেন ভালো করতে।


বোলারদের মধ্যে মুস্তাফিজের ফেরাটা কুমিল্লার জন্য বাড়তি স্বস্তি। সেই সাথে যুব বিশ্বকাপ খেলে আসা রহনত দৌলা বর্ষণ হতে পারেন ট্রাম্পকার্ড। স্পিনার তানভীর ইসলামও নিজের কাজটা ভালোভাবে করতে বেশ পটু। সব মিলিয়ে কাগজে কলমে, নামে ভারে সব দিক থেকেই দারুণ শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্স।


কুমিল্লার ব্যাপারে আলাদা করে একটি কথা বলতেই হচ্ছে, ফাইনাল খেলার অভিজ্ঞতা। বর্তমান দলের বেশ কিছু ক্রিকেটারই আগে বিপিএলের ফাইনাল খেলেছেন। যার ফলে ফাইনাল ম্যাচের চাপ, উত্তাপ সম্পর্কে ভালোভাবেই জানাশোনা আছে তাদের। ফাইনালে দাপট দেখিয়ে ট্রফি জয়ের রেসিপিটা বেশ ভালোভাবে জানে কুমিল্লা। যার ফলে আরও একবার ফাইনাল জিতে ট্রফিটা ঘরে তুলতে চাইবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।


তবে কুমিল্লা চাইলেই তো আর ট্রফি নিয়ে বাড়ি চলে যেতে পারবে না। বহু প্রতিকূলতা পার করে ফাইনালে আসা ফরচুন বরিশালও দিতে চাইবে ছোবল। টুর্নামেন্টের শুরুতে তিন পাণ্ডবের বরিশালকে অনেকে হেলা করেছিলেন বুড়োদের দল বলে। নিন্দুকদের সেই মুখে তালা লাগিয়ে দিয়ে বরিশালকে ফাইনালে তুলেছেন সেই বুড়ো তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরাই।

 কুমিল্লা অথবা বরিশাল যেকোনো এক দল জিতবে এই ট্রফি। 

৩ পাণ্ডব ছাড়াও দলে আছেন মেহেদী হাসান মিরাজ। লম্বা সময় পর মাঠে ফিরে দারুণ ছন্দে আছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। বিদেশিদের মধ্যে কাইল মেয়ার্স, ডেভিড মিলাররা বাড়িয়েছেন দলের শক্তি। বোলিং ইউনিটে তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয়রাও জ্বলে উঠতে পারেন দলের প্রয়োজনের সময়ে। ফলে সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত আছে বরিশালও। কুমিল্লার মত সেরকম তারকাখচিত দল না হলেও লড়াই করার জীবনশক্তি আছে তাদের। এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বিদায় করার পর কোয়ালিফায়ারে হারিয়েছে তারায় ভরপুর রংপুর রাইডার্সকে। এবার ফাইনালে উঠে কুমিল্লাকেও চোখ রাঙাচ্ছে। আগে কখনও ট্রফি না জেতায় এবার চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছাটা নিশ্চিতভাবে কিছুটা বেশিই থাকবে বরিশালের।  


দুই দলই বেশ শক্তিশালী। দুই দলের বেশ কিছু ক্রিকেটারই আছেন ছন্দে। ফাইনালে লড়াইটা তাই একদম সেয়ানে সেয়ানে হবে বলেই আশা করা যাচ্ছে। দারুণ রোমাঞ্চকর, টানটান উত্তেজনাপূর্ণ আর উত্তাপে ঠাসা এক ফাইনাল দেখার অপেক্ষাতেই এখন দেশবাসী।


আগামীকাল ১ মার্চ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।   

 

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :

 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : লিটন দাস, সুনীল নারাইন, তাওহিদ হৃদয়, জনসন চার্লস, মঈন আলী, আন্দ্রে রাসেল, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভীর ইসলাম, রহনত দৌলা বর্ষণ, মুস্তাফিজুর রহমান।


ফরচুন বরিশাল : তামিম ইকবাল, সৌম্য সরকার, কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম, ডেভিড মিলার, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, জেমস ফুলার, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয়।

 

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


 


একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.