কুমিল্লায় যোগ দিলেন খুশদিল শাহ
দুই মাসও সময় বাকি নেই বিপিএলের নতুন আসরের। আসরকে সামনে রেখে একাধিক পাকিস্তানি ক্রিকেটারকে দলে টানছে কুমিল্লা।

প্রকাশিত হয়েছে - 2022-11-20T16:57:59+06:00
আপডেট হয়েছে - 2022-11-20T16:57:59+06:00
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) নতুন আসর শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। এই আসরে সামনে রেখে ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর। তবে দলগুলোর সামনে সুযোগ থাকছে ড্রাফটের আগে সরাসরি চুক্তির মাধ্যমে ক্রিকেটারদের দলে ভেড়ানো। সেটাই বেশ ভালোভাবে কাজে লাগাচ্ছে বিপিএলে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো। এর অংশ হিসেবে বিদেশি ক্রিকেটার হিসেবে পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
খুশদিল শাহ
রোববার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে খুশদিল কে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা। এর আগে শনিবার (১৯ নভেম্বর) আরেক পাকিস্তানি ক্রিকেটার পেস বোলিং তারকা হাসান আলীকে দলে নেওয়ার ঘোষণা দেয় কুমিল্লা।
প্রতি আসরেই কুমিল্লা দলে থাকে বিশেষ চমক। এবার যেন তাদের চোখ পাকিস্তানি ক্রিকেটারদের দিকে। একাধিক পাকিস্তানি ক্রিকেটারকে দলে টানছে ভিক্টোরিয়ান্স।
এ নিয়ে কুমিল্লা দলে পাকিস্তানি ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল চারে। কারণ ইতোমধ্যেই হাসান ছাড়াও কুমিল্লা দলে নাম লিখিয়েছেন জাতীয় দলের সতীর্থ পেসার শাহীন শাহ আফ্রিদি এবং উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। যদিও বিশ্বকাপের সময় চোটে পড়েন শাহীন আফ্রিদি। তাই বাঁহাতি এই পেসার খেলবেন কিনা সেটা নিয়ে আছে ধোঁয়াশা।
এবারের নিয়ম হলো বিপিএল ড্রাফটের আগে একজন মাত্র দেশি ক্রিকেটার দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে কোনো বাধাধরা নিয়ম নেই। তাই ইচ্ছামতো বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকছে দলগুলো সামনে।
এদিকে দেশি ক্রিকেটার হিসেবে কুমিল্লায় আছেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের সঙ্গে ইতোমধ্যেই চুক্তি সেরেছে দলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।