██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

কেপটাউনে ভুতুড়ে দিনে পেসারদের রাজত্ব, পড়ল ‘২৩’ উইকেট

দুই দিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে কেপটাউন টেস্ট।

কেপটাউনে ভুতুড়ে দিনে পেসারদের রাজত্ব, পড়ল ‘২৩’ উইকেট

কেপটাউনে ভুতুড়ে দিনে পেসারদের রাজত্ব, পড়ল ‘২৩’ উইকেট

প্রকাশিত হয়েছে - 2024-01-03T22:44:07+06:00

আপডেট হয়েছে - 2024-01-03T22:44:07+06:00

কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে ভুত-টুত কিছু আছে নাকি? ক্রিকেটের খবরে এমন প্রশ্ন তোলার কারণ কেপটাউন টেস্টের প্রথম দিনের খেলা। না দেখে থাকলে বিশাল কিছুই মিস করে ফেলেছেন আপনি।

কেপটাউনে দিনভর দাপট দেখিয়েছেন প্রোটিয়া পেসাররা। ছবি : গেটি ইমেজস

সিরিজের দ্বিতীয় টেস্টে কেপটাউনে মুখোমুখি হয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। ম্যাচের প্রথম দিনে দেখা গেছে অদ্ভুতুড়ে খেলা। এক দিনের মধ্যে পড়েছে ২৩টি উইকেট, যার সব কয়টি আবার নিয়েছেন পেসাররা। অদ্ভুত দিনের এমন অদ্ভুত খেলা শেষে ভারতের চেয়ে ৩৬ রানে পিছিয়ে আছে প্রথম দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে যাওয়া দক্ষিণ আফ্রিকা।

কেপটাউনের নিউল্যান্ডসে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমেই যেন বিশাল বিপদে পড়ে যায় প্রোটিয়ারা। একের পর এক উইকেট হারিয়ে তাসের ঘরের মত ভেঙে পড়তে থাকে তাদের ব্যাটিং। মাত্র ১৫ রানের মধ্যে আউট হন দক্ষিণ আফ্রিকার শীর্ষ চার ব্যাটার – এইডেন মারক্রাম, ডিন এলগার, ত্রিস্টান স্টাবস এবং টনি ডি জর্জি। চার উইকেটের মধ্যে তিন উইকেট শিকার করেছেন মোহাম্মদ সিরাজ, অপরটি তুলেছেন জাসপ্রীত বুমরাহ।

৬ উইকেট তুলে প্রোটিয়াদের গুঁড়িয়ে দিয়েছেন সিরাজ। ছবি : গেটি ইমেজস

এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ডেভিড বেডিংহ্যাম এবং কাইল ভের‍্যেয়েনে। তবে তাদের জুটি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৭ বলে ১২ রান করে দলের ৩৪ রানের মাথায় সাজঘরে ফিরে যান বেডিংহ্যাম। কাইল ফিরেছেন ৪৫ রানের মাথায়, ৩০ বলে ১৫ রান করে। মাঝে ৩ বল খেলে ডাক মেরে সাজঘরে ফিরেছেন মার্কো ইয়ানসেন।


শেষ ১০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে মাত্র ৫৫ রানের মাথায় প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ইনিংসে বেডিংহ্যাম এবং কাইল বাদে আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।


ভারতের হয়ে ৬ উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ। এছাড়া ২টি করে উইকেট নেন মুকেশ কুমার এবং জাসপ্রীত বুমরাহ।

নিজের শেষ টেস্ট ইনিংস খেলা এলগারকে কোহলির শুভেচ্ছার ছোঁয়া। ছবি : গেটি ইমেজস

জবাব দিতে নেমে ১৭ রানের মাথায় ওপেনার যশস্বী জাইসওয়ালের উইকেট হারিয়ে ফেলে ভারত। ৭ বল খেলে ডাক মেরে সাজঘরে ফিরে যান জাইসওয়াল। এরপর পরিস্থিতি সামাল দেন রোহিত শর্মা এবং শুবমান গিল। কিছুটা চালিয়ে খেলছিলেন রোহিত, যার ফলে দলের বোর্ডে রানও উঠতে থাকে দ্রুত।

 

৫০ বলে ৩৯ রানের ইনিংস খেলে দলের ৭২ রানের মাথায় থামেন রোহিত। এরপর গিলের সাথে যোগ দেন বিরাট কোহলি। দুজনের সাবলীল ব্যাটিংয়ে এগোতে থাকে ভারতের ইনিংস, বড় হচ্ছিল লিড।


তবে ভালো শুরু পেয়েও পরে খেই হারিয়েছেন গিল। ৫৫ বলে ৩৬ রান করে আউট হন তিনি। পাঁচে নামা শ্রেয়াস আইয়ারও টেকেননি বেশিক্ষণ। ২ বলে ০ রান করে দলের ১১০ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি। এরপর লোকেশ রাহুলকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন কোহলি। ধীরেসুস্থে কার্যকরী ব্যাটিংয়ে বড় লিডের পথে এগোচ্ছিল ভারত। কোহলিও চলে গিয়েছিলেন ফিফটির খুব কাছে।

দিনের সর্বোচ্চ ইনিংস এসেছে কোহলির ব্যাট থেকে। ছবি : গেটি ইমেজস

তবে দলের রান ১৫৩ হওয়ার পরেই যেন শনির দশা লাগল ভারতের ব্যাটিংয়ে। ৩৩ বলে ৮ রান করে আউট হলেন লোকেশ রাহুল। সেই যে শুরু, একের পর এক উইকেট হারাতেই থাকল ভারত। রাহুল, রবীন্দ্র জাদেজা, বুমরাহ, কোহলি, সিরাজ এবং প্রসিধ কৃষ্ণা - এই ছয়জন ব্যাটারই আউট হয়েছেন ঠিক দলের ১৫৩ রানের মাথায়। যার ফলে কোনো রান না তুলেই শেষ ৬ উইকেট হারিয়েছে ভারত। ৪/১৫৩ থেকে হয়ে গেছে ১০/১৫৩। অদ্ভুতুড়ে না তো কী?


দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি করে উইকেট শিকার করেন নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি এবং কাগিসো রাবাদা।


৯৮ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ বিকেলে ধীরেসুস্থে এগিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেটে ৬২ রান তুলে শেষ করেছে দিনের খেলা। নিজের শেষ টেস্ট ইনিংসে ২৮ বলে ১২ রান করেছেন ডিন এলগার। ৫১ বলে ৩৬ রান করে ক্রিজে টিকে আছেন এইডেন মারক্রাম। ৬ বলে ৭ রান করে অপরাজিত আছেন ডেভিড বেডিংহ্যাম। দিন শেষে ভারতের চেয়ে ৩৬ রানে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।

 ম্যাচে পেসারদের দাপট চলছেই। ছবি : গেটি ইমেজস

ভারতের হয়ে ২ উইকেট নেন মুকেশ কুমার। বুমরাহ শিকার করেন ১ উইকেট।

 

কেপটাউন টেস্ট এক দিনে পড়েছে ২৩ উইকেট। টেস্ট ম্যাচের যেকোনো দিনে সবচেয়ে বেশি উইকেট পতনের রেকর্ডে এটি আছে ৬ষ্ঠ স্থানে। শুধু প্রথম দিন বিবেচনা করলে এর অবস্থান দ্বিতীয়। শুধু পেসাররা মিলে সব উইকেট নিয়েছেন যেকোনো দিনে এমন হিসাব করলেও এটি আছে দ্বিতীয় স্থানে। প্রথম দিনে শুধু পেসাররা সব উইকেট শিকার করেছেন এমন হিসাবে সবচেয়ে বেশি উইকেট পড়ার রেকর্ডে প্রথমেই আছে কেপটাউন টেস্ট।    



বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

  

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.