কোচিংয়েও আগ্রাসী গম্ভীরকে দেখতে চান স্টেইন
ভারতের ড্রেসিংরুমে গম্ভীর আগ্রাসনের বার্তা ছড়িয়ে দেবেন বলে বিশ্বাস স্টেইনের।

কোচিংয়েও আগ্রাসী গম্ভীরকে দেখতে চান স্টেইন
প্রকাশিত হয়েছে - 2024-07-11T16:32:14+06:00
আপডেট হয়েছে - 2024-07-11T16:32:14+06:00
ভারতের ক্রিকেটে শুরু হতে যাচ্ছে গৌতম গম্ভীরের অধ্যায়। রাহুল দ্রাবিড় অধ্যায় শেষে প্রধান কোচ হিসেবে ভারত জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন গম্ভীর। সাবেক ভারতীয় এই ক্রিকেটার প্রথমবার কোনো আন্তর্জাতিক দলকে কোচিং করাতে যাচ্ছেন। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
গৌতম গম্ভীর এখন ভারতের প্রধান কোচ।
ভারত জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে ভারতের ক্রিকেটের অন্যান্য অনেক পদে কাজ করেছিলেন দ্রাবিড়। অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জেতানোর পর ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) ডিরেক্টর হিসেবেও দারুণ সফল ছিলেন দ্রাবিড়। পরবর্তী ভারত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দলকে জিতিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিও।
গম্ভীর সেরকম অভিজ্ঞ কোচ নন। আন্তর্জাতিক বা ঘরোয়া কোনো পর্যায়ের ক্রিকেটেই কোচিং করানোর পূর্ব অভিজ্ঞতা নেই গম্ভীরের। তবে আইপিএলে মেন্টর হিসেবে কাজ করেছেন তিনি। দুই মৌসুম লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের হয়ে কাজ করার পর সর্বশেষ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে কাজ করেছেন গম্ভীর। কলকাতাকে ১০ মৌসুম পর এনে দিয়েছেন আইপিএলের শিরোপাও। মেন্টর হিসেবে গম্ভীর কেকেআরে দলের আবহ, পরিবেশ বদলে দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দুরন্ত পারফরম্যান্সে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল কলকাতা নাইট রাইডার্স। জিতেছে নিজেদের তৃতীয় আইপিএল শিরোপাও।
গম্ভীরের আগ্রাসী মনোভাব দারুণ পছন্দ সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইনের। সম্প্রতি স্টার স্পোর্টসকে গম্ভীর বলেন, ‘আমি গৌতম গম্ভীরের বিশাল বড় ভক্ত। তার আগ্রাসন আমার ভালো লাগে। ভারতের যাদের বিপক্ষে খেছি, তাদের মধ্যে সে খুব অল্প মানুষদের একজন যে কিনা পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পিছপা হতো না। আমার এটা ভালো লাগে। আমার ধারণা, ভারতের ড্রেসিংরুমেও এটা নিয়ে যাবে সে।’
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলেও গম্ভীরের বিপক্ষে খেলেছেন স্টেইন। প্রোটিয়া কিংবদন্তি আরও বলেছেন, ‘শুধু ভারতের জন্যই নয়, বিশ্ব ক্রিকেটেও এরকম চরিত্র দরকার, যারা একটু আগ্রাসী এবং খেলাটা আরও জোর দিয়ে খেলতে চায়। লিগে আমরা পরস্পরের বিপক্ষে খেলেছি ও পরে বন্ধু হয়ে গেছি। মাঠে গম্ভীর যেরকম প্রবল প্রতিপক্ষ, মাঠের বাইরে সে তেমনই ভদ্রলোক। করিতকর্মা ও খুবই স্মার্ট একজন ক্রিকেটার সে। সেদিক থেকে বললে, ভারতীয় দলের জন্য দারুণ (কোচ) হতে যাচ্ছে সে।’
ডেল স্টেইন।
এছাড়া গম্ভীরকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা আছে
দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিসের। আইপিএলের দল কলকাতা নাইট
রাইডার্সে একসঙ্গে খেলেছেন ক্যালিস এবং গম্ভীর। পরে ক্যালিস কিছুদিন কেকেআরের
মেন্টর হিসেবে কাজও করেছিলেন। পরে সেই একই দায়িত্বে কাজ করে নাম কামিয়ে ভারতের কোচ
হয়েছেন গম্ভীর।
নিজের সাবেক সতীর্থ গম্ভীরের ব্যাপারে স্টার স্পোর্টস এর সাথে আলোচনায় ক্যালিস বলেছেন, ‘গৌতিকে (গৌতম গম্ভীর) কোচিংয়ে আসতে দেখে ভালো লাগছে। তার ক্রিকেট মস্তিষ্ক সত্যিই দারুণ। ভারতীয় দলে আগ্রাসনের বারুদ নিয়ে আসবে সে। আগ্রাসী খেলতে পছন্দ করে। সেই বাড়তি ছোঁয়া সে দলে আনবে এবং ক্রিকেটাররা তার কাছ থেকে অনেক কিছু শিখবে। অনেক কিছু যোগ করার আছে তার… ভারতীয় দলে অনেক কিছুই সে যোগ করবে।’
এছাড়া পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদিও প্রশংসায় ভাসিছেন গম্ভীরকে। আফ্রিদি বলেন, ‘আমি যখনই গম্ভীরের কোনো ইন্টারভিউ দেখি, তখনই তাকে ইতিবাচক কথা বলতে দেখি। সে খুবই সোজাসাপ্টা একজন লোক।’
আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়ে শুরু হচ্ছে ভারতের প্রধান কোচ হিসেবে গম্ভীরের অধ্যায়। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসেবে গম্ভীরকে নিয়োগ দিয়েছে বিসিসিআই।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের
সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর
থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার
ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং
দিয়ে উৎসাহী করুন।