কোচিংয়ে নাম লেখাচ্ছেন মঈন?

প্রকাশিত হয়েছে - 2024-09-11T12:35:06+06:00
আপডেট হয়েছে - 2024-09-11T12:35:06+06:00
বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর দ্রুতই কোচিংকে পেশা হিসেবে বেছে নিতে পারেন মঈন আলী, দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। ইংল্যান্ড জাতীয় দলের জন্য ক্রিকেটার তুলে আনার প্রোগ্রামে তাকে ব্যবহার করতে চায় ইসিবি। যদিও মঈন এখনও এ ব্যাপারে নিজের সিদ্ধান্ত জানাননি।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের। ইংল্যান্ড বোর্ডের চাওয়া, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কোচিং প্যানেলে যেন থাকেন মঈন। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে খেলার প্রস্তাব এসেছে মঈনের। তাই আপাতত মঈনকে কোচ বা পরামর্শক হিসেবে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এরপরও বোর্ড হাল ছাড়ছে না। মঈন যখনই অবসর থাকবেন, তখনই যেন তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করেন- এমনটাই চাওয়া। মূলত মঈনের লিডারশিপ স্কিল ও অলরাউন্ডার সত্তার কারণেই তাকে কোচ হিসেবে ব্যবহার করতে চায় ইসিবি।
গেল রবিবার আকস্মিক এক বার্তায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন মঈন। তিনি বলেন, ‘আমার বয়স ৩৭ বছর এবং অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে নেওয়া হয়নি। আমি ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি। এখন পরবর্তী প্রজন্মের সময়, এটার ব্যাখ্যাও আমাকে দেওয়া হয়েছে। আমার মনে হয়েছে এখনই সঠিক সময়। আমার অধ্যায় শেষ হয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা জানান মঈন আলী। এছাড়া খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়েও নাম লেখানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন। সেই ক্যারিয়ার শীঘ্রই শুরু হতে পারে ইসিবির দেওয়া প্রস্তাবের সুবাদে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।