Scores

কোহলিকে দলে নিতে চাননি ধোনি!

ভারত জাতীয় দলের জার্সিতে বিরাট কোহলির অভিষেক হয় ২০০৮ সালে, ওয়ানডে ক্রিকেট দিয়ে। যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক কোহলিকে দলে নিতে অবশ্য বেশ কাঠখড় পোড়াতে হয়েছে ভারতের তৎকালীন প্রধান নির্বাচক দিলিপ ভেংসরকারকে। তখন জাতীয় দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি, তিনিও কোহলিকে দলে নিতে চাননি!

কোহলিকে দলে নিতে চাননি ধোনি!

কোহলির সাথে ধোনির রসায়ন বেশ জমে উঠেছিল। কোহলির রাজসিক উত্থানের সময়ে ধোনি ছিলেন দলনেতা। এরপর সেই কোহলির হাতেই অধিনায়কের আর্মব্যান্ড বেঁধে দিয়েছেন। বলা যেতে পারে, কোহলিকে নিজ হাতে ‘ম্যান ইন ব্লু’- এর নেতৃত্ব শিখিয়েছেন ‘ক্যাপ্টেন কুল’।

Also Read - বাংলাদেশ সফরের আশা ছাড়ছেন না কামিন্সতবে সেই ধোনিই কোহলির আন্তর্জাতিক অভিষেকের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন! যদিও সফল হননি দিলিপের কারণেই। দিলিপ অন্য নির্বাচকদের সম্মতি নিয়ে কোহলিকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিলেও ধোনি আপত্তি জানান। এমনকি তখনকার কোচ গ্যারি কারস্টেনও কোহলিকে দলে নিতে চাননি।

সম্প্রতি এই ‘বোমা’ ফাটিয়েছেন দিলিপ নিজেই। তিনি জানান, ‘আমি ও অন্য নির্বাচকরা সিদ্ধান্ত নেই, অনূর্ধ্ব-২৩ দল (যারা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন তাদের নিয়েই গড়া) থেকে কিছু ক্রিকেটারকে তুলে আনব। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ক ছিল কোহলি। তার ব্যাটিং দেখে আমরা তাকে সিনিয়র দলে নেওয়ার সিদ্ধান্ত নেই। জাতীয় দল শ্রীলঙ্কা সফরে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল, ওটাই কোহলিকে দলে নেওয়ার সেরা সময়। অন্য নির্বাচকরাও সম্মতি জানিয়েছিলেন।’

দিলিপ ও অন্য নির্বাচকদের উপর আস্থা রাখতে পারছিলেন না কোচ-অধিনায়ক। তবে দিলিপের কথাতেই শেষপর্যন্ত ঐ সিরিজে কোহলির অভিষেক হয়। অভিষেক সিরিজেই নজর কাড়েন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান।

দিলিপ বলেন, ‘গ্যারি কারস্টেন ও ধোনি আমাদের জানিয়েছিল- তারা কোহলিকে দেখেনি তাই দলেও নিতে চায় না। বলেছিল- যে দল আছে সেটা নিয়েই সফরে যাব। আমি বলেছি- আপনারা না দেখলেও আমি তো দেখেছি, এই ছেলেকে অবশ্যই দলে নিতে হবে।’ 

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অস্ট্রেলিয়ায় ভারতের দিবারাত্রির টেস্ট চূড়ান্ত

আইসিসিকে ভারতের পাল্টা হুমকি

বিশ্বকাপের ম্যাচ ‘ইচ্ছা করে হেরেছিল’ ধোনি

আইসিসি ক্রিকেটকে শেষ করে দিচ্ছে: শোয়েব

বোলারদের ‘মাস্ক’ পরে খেলার পরামর্শ মিসবাহর