██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

কোহলির বীরত্বে নিউজিল্যান্ডকে থামিয়ে ভারতের পাঁচে পাঁচ

আরও একবার রান তাড়ায় নিজের শ্রেষ্ঠত্বের ছাপ রাখলেন কোহলি।

কোহলির বীরত্বে নিউজিল্যান্ডকে থামিয়ে ভারতের পাঁচে পাঁচ

কোহলির বীরত্বে নিউজিল্যান্ডকে থামিয়ে ভারতের পাঁচে পাঁচ

প্রকাশিত হয়েছে - 2023-10-22T22:42:08+06:00

আপডেট হয়েছে - 2023-10-22T22:42:08+06:00

একদম যেন ঠাণ্ডা মাথার খুনি বিরাট কোহলি। তবে মানুষকে নয়, ক্রিকেটের মাঠে প্রতিপক্ষকে খুন করেন তিনি। মানুষের সমস্যা তো হয়ই না বরং আনন্দ পান তার সমর্থকেরা। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে কোহলির বীরত্বে ভর করে ৪ উইকেটের জয় পেয়েছে ভারত। এই ম্যাচেও রান তাড়া করতে গিয়ে দারুণভাবে দলকে জিতিয়েছেন কোহলি। [এখানে কুইজ খেলে জিতে নিন মোবাইল ]  

বরাবরের মতই দুর্দান্ত ছিলেন কোহলি। ছবি : গেটি ইমেজস

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে আগে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় কিউইরা। দলের মাত্র ১৯ রানের মাথায় সাজঘরে ফিরে যান দুই ওপেনার উইল ইয়ং এবং ডেভন কনওয়ে। ইয়ং ২৭ বলে ১৭ রান করলেও কনওয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নেন।

এরপর দলের হাল ধরেন রাচিন রবীন্দ্র এবং ড্যারিল মিচেল। ধীরে ধীরে ক্রিজে জমে যান দুজনই। সাবলীল ব্যাটিংয়ে শুরুর বিপদ সামাল দেন মিচেল এবং রাচিন। তাদের কার্যকরী ব্যাটিংয়ে ধীরে ধীরে চাঙ্গা হতে শুরু করে দলের ইনিংস। দুজনেই ছুঁয়ে ফেলেন ফিফটি।

 

ফিফটি পেরিয়েও ছুটতে থাকেন রাচিন এবং মিচেল। ক্রমেই বড় হতে থাকে দুজনের জুটি ভারতীয় বোলাররাও দিশেহারা হয়ে পড়ছিলেন দুজনের ব্যাটিং মহাযজ্ঞের সামনে। দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েন ১৫৯ রানের অনবদ্য এক জুটি। শেষমেশ দলের ১৭৮ রানের মাথায় ভেঙেছে সেই জুটি। ৮৭ বলে ৭৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান রাচিন রবীন্দ্র। তাকে ফিরিয়ে ভারতকে ব্রেক থ্রু এনে দেন মোহাম্মদ শামি।

অনবদ্য এক সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। ছবি : গেটি ইমেজস

রাচিন ফিরে গেলেও মিচেল ছুটছিলেন। রাচিনের আউটের পর তাসের ঘরের মত হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়তে থাকে কিউইদের ব্যাটিং লাইনআপ। মাঝে গ্লেন ফিলিপসের ২৬ বলে ২৩ রান বাদ দিলে আহামরি ভালো করতে পারেননি কেউ। শেষ বেলাতেও দলের ইনিংসকে টেনেছেন সেই মিচেল। মারমুখি ব্যাটিংয়ে দারুণ এক সেঞ্চুরি তুলে নেন মিচেল। ইনিংসের শেষের আগের বলে আউট হওয়ার আগে ১২৭ বলে ১৩০ রানের অনবদ্য এক ইনিংস খেলেন মিচেল। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ২৭৩ রান তুলে অলআউট হয় নিউজিল্যান্ড।


ভারতের হয়ে ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ শামি। ২ উইকেট নেন কুলদীপ যাদব। এছাড়া ১টি করে উইকেট তোলেন মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরাহ।

৫ উইকেট নেন শামি। ছবি : গেটি ইমেজস

জবাব দিতে নেমে ভালো শুরু পায় ভারত। দুই ওপেনার রোহিত শর্মা এবং শুবমান গিল শুরু থেকে ছিলেন বেশ সাবলীল। বেশি আগ্রাসী ছিলেন ফর্মে থাকা রোহিতই। দলের ৭১ রানের মাথায় ভাঙে উদ্বোধনী জুটি। ৪০ বলে ৪৬ রান করে সাজঘরে ফিরে যান ভারতীয় অধিনায়ক। গিলও টেকেননি বেশিক্ষণ। ৩১ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন গিল, দলের বোর্ডে তখন ৭৬ রান।


এরপর তিনে নেমে এক প্রান্তে থিতু হয়ে যান বিরাট কোহলি। বরাবরের মতই ব্যাট হাতে যথেষ্ট পরিপক্কতার পরিচয় দিয়েছেন কোহলি। মাঝে শ্রেয়াস আইয়ার এবং লোকেশ রাহুল দুজনই ভালো শুরু পেয়েও ইনিংস লম্বা করতে পারেননি। ২৯ বলে ৩৩ রান করেন আইয়ার। অন্যদিকে রাহুল খেলেন ৩৫ বলে ২৭ রানের ইনিংস।

 দারুণভাবে লড়াই করেছেন কিউই বোলাররা। ছবি : গেটি ইমেজস

তবে সাবলীল ব্যাটিংয়ে যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন কোহলি। অযথা তেড়েফুঁড়ে আক্রমণ করতে যাননি, খেলেননি অতিরিক্ত ডট বলও। ঠাণ্ডা মাথায় দলের ইনিংসকে জয়ের পথে এগিয়ে নিয়ে গেছেন কোহলি। মাঝে ছুঁয়েছেন নিজের ফিফটিও।


ফিফটির পরেও যথেষ্ট সাবলীল ছিলেন কোহলি। তার অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে একটু একটু করে জয়ের কাছাকাছি পৌঁছে যেতে থাকে ভারত। শেষ দিকে কোহলির সাথে জুটি বাঁধেন রবীন্দ্র জাদেজা। দুজন মিলে বেশ ভালোভাবেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দিচ্ছিলেন। ইনিংসের একদম শেষ দিকে গিয়ে সেঞ্চুরির সম্ভাবনা জাগে কোহলির। শেষমেশ সেই সেঞ্চুরিটা করতে পারেননি কোহলি। ১০৪ বলে ৯৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তিনি। শেষে মোহাম্মদ শামি আর জাদেজা মিলে দলকে জেতান। ১২ বল হাতে রেখে ৪ উইকেটের দারুণ এক জয় তুলে নেয় ভারত। ৪৪ বলে ৩৯ রানের ইনিংস খেলে শেষপর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জাদেজা।   

কোহলির ব্যাটে চড়ে জিতেছে ভারত। ছবি : গেটি ইমেজস

নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট শিকার করেন লকি ফার্গুসন। এছাড়া ১টি করে উইকেট নেন মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি এবং ট্রেন্ট বোল্ট। 


এই জয়ের ফলে ৫ ম্যাচ থেকে ৫ জয় তুলে ১০ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে উঠে গেছে ভারত। অন্যদিকে সমান ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড।  

 

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

 

  

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.