
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে চলছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ও বিসিবি একাদশের মধ্যকার তিন দিনের প্রস্তুতি ম্যাচ। ৯৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ওয়েস্ট ইন্ডিজ ইতোমধ্যে হারিয়েছে ৪ উইকেট।
ক্যারিবীয় লাইনআপে জোড়া আঘাত হেনেছেন সাইফ হাসান। প্রথম ইনিংসে ১টি উইকেট শিকার করা সাইফ দলীয় ১৩০ রানে জন ক্যাম্পবেলকে সাজঘরে ফেরান। ১২৯ রানের পার্টনারশিপ ভাঙলে সাজঘরে ফিরতে হয় ৯৮ বলে ৬৮ রান করা ক্যাম্পবেলকে, যিনি হাঁকিয়েছেন ৯টি চার।
এনক্রুমাহ বোনার অন্যপ্রান্ত আগলে রাখলেও সাইফের শিকার হয়ে সাজঘরে ফেরেন ক্রিজে নতুন আসা জার্মেইন ব্ল্যাকউড। ৫ বলে ৪ রান করে তার বিদায়ের সময় ক্যারিবীয়দের সংগ্রহ ১৩৫ রান।
সাইফের পর উইকেটের পতন ঘটান তৌহিদ হৃদয়। তরুণ এই অলরাউন্ডার শিকার করেন কাইল মায়ার্সকে (১৭ বলে ৮ রান)। এই প্রতিবেদন লেখার সময় ৩৫.৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৪৮ রান। বোনার ৯৮ বলে ৬৪ ও কেভাম হজ ১ বলে ৪ রান করে অপরাজিত রয়েছেন।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৫৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বিসিবি একাদশের পক্ষে ৫ উইকেট শিকার করেন রিশাদ হোসেন। জবাবে ভালো করতে পারেনি বিসিবি একাদশও। রাহকিম কর্নওয়াল একাই নেন ৫ উইকেট। বিসিবি একাদশের প্রথম ইনিংস থামে ১৬০ রানে।
স্কোরকার্ড
টস : ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ২৫৭/১০ (৭৯.১ ওভার)
ব্রাথওয়েট ৮৫
ক্যাম্পবেল ৪৪
মোসেলে ১৫
বোনার ২
ব্ল্যাকউড ৯
হজ ০
ডা সিলভা ২০
মায়ার্স ৪০
জোসেফ ২৫
রোচ ৫*
গ্যাব্রিয়েল ৪
খালেদ ২১-৫-৪৬-৩
শাহিন ৮-০-৩৯-০
রিশাদ ২৩.১-৩-৭৫-৫
মুগ্ধ ১৪-৫-৩৬-০
দিপু ৫-১-২৯-১
সাইফ ৮-১-২৬-১
বিসিবি একাদশ ১ম ইনিংস : ১৬০/১০ (৪৭.৪ ওভার)
সাইফ ১৫
সাদমান ২২
নাঈম ৪৫
ইয়াসির ১
দিপু ১৩
সোহান ৩০
হৃদয় ৭
আকবর ৫
জয় ৪
রিশাদ ১*
খালেদ ০
রোচ ৭-৪-১৩-১
গ্যাব্রিয়েল ৮-২-৩০-০
কর্নওয়াল ১৬.৪-৩-৪৭-৫
জোসেফ ৭-০-৩১-১
মায়ার্স ২-০-৬-০
ওয়ারিকান ৭-১-২৫-৩
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস : ১৪৮/৪ (৩৬ ওভার)
ক্যাম্পবেল ৬৮
মোসেলে ০
বোনার ৬৪*
ব্ল্যাকউড ৪
মায়ার্স ৮
হজ ৪*
খালেদ ৬-০-১৬-১
সাইফ ৬-০-২৬-২
হৃদয় ১-০-৪-১
ওয়েস্ট ইন্ডিজের লিড ২৪৫ রান।