ক্যারিবীয় টেস্ট সিরিজেও অনিশ্চিত শান্ত

প্রকাশিত হয়েছে - 2024-11-11T14:03:56+06:00
আপডেট হয়েছে - 2024-11-11T14:03:56+06:00
শুধু আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজেও অনিশ্চিত নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়কের চোট গুরুতর হওয়ায় তিনি কবে মাঠে ফিরবেন তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খোদ অধিনায়ককেই পাচ্ছে না বাংলাদেশ। তবে নাজমুল হোসেন শান্তকে মাঠে দেখার অপেক্ষাটা হতে পারে আর দীর্ঘ। শুধু আফগান সিরিজই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও অনিশ্চিত এই ব্যাটার, এমনকি গোটা ওয়েস্ট ইন্ডিজ সফরেই খেলা-না খেলা ঝুলছে যদি কিন্তুর সুতোয়।
শারজায় আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় কুঁচকির চোটের শিকার হন শান্ত। চোট নিয়ে বেশিক্ষণ ব্যাট করতে পারেননি, ৭৬ রানের মাথায় আউট হয়ে যান। এরপর ফিল্ডিংয়ের সময়ও চোট মাথাচাড়া দিয়ে ওঠে। বাধ্য হয়ে মাঠ ছেড়ে চলে যান। বাকি সময় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন মেহেদী হাসান মিরাজ।
সিরিজ নির্ধারণী ম্যাচের আগের দিন শান্তর এমআরআই করানো হলে সেই প্রতিবেদনে জানা গেছে, আপাতত মাঠে নামার মতো অবস্থা নেই তার। কুঁচকির চোট মোটামুটি গুরুতর হওয়ায় সেরে উঠতে অনেকটা সময় লাগবে। সামনে আবার ওয়েস্ট ইন্ডিজ সফর, যার জন্য ঘোষিত টেস্ট দলেরও নেতৃত্বে আছেন এখন পর্যন্ত তিন ফরম্যাটের অধিনায়ক থাকা শান্ত। ২২ গজের চিন্তা বাদ দিয়ে আপাতত তাই বিশ্রামে থাকতে হচ্ছে শান্তকে।
তবে যেহেতু চোটের ধরন গুরুতর, তাই মাসখানেকের মতো লাগতে পারে সেরে উঠতে। যদি অনুমান অনুযায়ী ৬ সপ্তাহ সময় লেগে যায়, তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ তো বটেই, ওয়ানডে ও টি-২০ সিরিজও হয়ত খেলা হবে না।
শান্তর অনুপস্থিতিতে আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও তিনি আছেন সহ-অধিনায়কের ভূমিকায়। তবে শান্ত ওয়ানডে ও টি-২০ সিরিজ না খেললে কে নেতৃত্ব দেবেন দলকে তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। ওয়ানডেতে মিরাজ নেতৃত্ব দিলেও টি-২০ দলে তার জায়গা এখনও সেভাবে পাকা নয়। সেক্ষেত্রে টি-২০ সিরিজে ভরসা করা হতে পারে অন্য কারও ওপর।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।