
তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথম দুই ম্যাচেই ইনিংস পরাজয় বাংলাদেশের। নিউজিল্যান্ডের মাটিতে যেন দাঁড়াতেই পারছে না মাহমুদউল্লাহরা। তবে দলের এমন খারাপ অবস্থায় আইসিসির কাছ থেকে স্বস্তির খবর হিসেবে ধরা রিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদদের র্যাঙ্কিংয়ের উন্নতি।
আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের টেস্ট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহসহ ওপেনার শাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন ও আবু জায়েদ রাহীর।
ওয়েলিংটন টেস্টের পর আইসিসির করা র্যাংকিংয়ের আপডেটে ছয় ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠে এসেছেন মাহমুদউল্লাহ।
হ্যামিল্টনে প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে খেলেছেন ক্যারিয়ারসেরা ১৪৬ রানের ইনিংস, ওয়েলিংটনের দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৬৭ রানের আরেকটি ইনিংস।
সব মিলিয়ে চলতি সিরিজে বাংলাদেশীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ২৪৮ রান এসেছে মাহমুদউল্লাহর ব্যাট থেকে। যার পুরস্কার তিনি পেয়েছেন আইসিসির সবশেষ প্রকাশিত র্যাংকিংয়ে। যেখানে তিনি পৌঁছে গিয়েছেন নিজের ক্যারিয়ার সেরা অবস্থানে।
হ্যামিল্টন টেস্টে ২২ ও ১৪৬ রান করে ১২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪০তম স্থানে ওঠেন মাহমুদউল্লাহ। আর ওয়েলিংটন টেস্ট শেষে এগিয়েছেন আরও ৬ ধাপ।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৩ রান ও দ্বিতীয় ইনিংসে ৬৭ রানই মাহমুদউল্লাহকে এগিয়ে নিয়েছে গেছে বর্তমানে টেস্ট র্র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে ৩৪তম অবস্থানে। যা তার ক্যারিয়ার সেরা র্যাংকিং।
ব্যাটিং র্র্যাংকিংয়ে উন্নতি করেছেন তরুণ ওপেনার শাদমান ইসলামের দ্বিতীয় টেস্টে ২৭ ও ২৯ রান করে ৪ ধাপ বেড়ে ১০২ নম্বর থেকে ৯৮ নম্বরে উঠে এসেছেন শাদমান।
এছাড়াও বড় উন্নতি করেছেন মিঠুন। ২৫ ধাপ এগিয়ে ১১৫ নম্বর অবস্থানে উঠে এসেছেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।
বোলার র্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের, ৩ উইকেট নিয়ে বোলার র্র্যাংকিংয়ে ১৮ ধাপ এগিয়েছেন আবু জায়েদ রাহী। আছেন ৭৭তম স্থানে।
এদিকে দুই টেস্টে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের দারুণ উন্নতি হয়েছে। ছয় ধাপ এগিয়ে বোলারদের র্যাংকিংয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন নেইল ওয়াগনার। আরেক বাঁহাতি ট্রেন্ট বোল্ট এগিয়েছেন এক ধাপ, অবস্থান করছেন ৭ নম্বরে।
এছাড়া ব্যাটসম্যানদের মধ্যে নিজের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সর্বোচ্চ ৭৭৮ রেটিং নিয়ে ৫ নম্বরে উঠেছেন হেনরি নিকলস। ক্যারিয়ারের চতিউর্থ ডাবল সেঞ্চুরি করা রস টেলর ১১ ধাপ এগিয়ে অবস্থান করছেন ১৩ নম্বরে।