
ক্রাইস্টচার্চ টেস্টে অভিষেক হচ্ছে বেথেলের
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-11-26T12:15:27+06:00
আপডেট হয়েছে - 2024-11-26T12:15:27+06:00
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ক্রাইস্টচার্চে মাঠে নামার আগে নিজেদের একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা জ্যাকব বেথেলকে রাখা হয়েছে একাদশে। ফলে সবকিছু ঠিক থাকলে ক্রাইস্টচার্চে টেস্ট অভিষেকের স্বাদ পেতে যাচ্ছেন বেথেল। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
জ্যাকব বেথেল। ব্যাটিং অর্ডারে কিছুটা পুনর্গঠন করতে হয়েছে
ইংল্যান্ডকে। জর্ডান কক্সের চোটের সাথে পিতৃত্বকালীন ছুটির কারণে নেই জেমি স্মিথ। ওলি
পোপকে নিতে হচ্ছে উইকেটরক্ষকের দায়িত্ব। যার ফলে ৬ নম্বরে ব্যাট করবেন পোপ। তিনে
খেলানো হবে অভিষিক্ত বেথেলকে।
অভিষেক টেস্টে বেথেলকে তিনে খেলানোর মত গুরুদায়িত্বের পেছনের কারণ তার উপর নির্বাচকদের আস্থা। সাদা বলের দুই ফরম্যাট ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া সিরিজে অভিষেকের স্বাদ পেয়েছেন বেথেল। সর্বশেষ ক্যারিবিয়ানে সাদা বলের সফরে হাঁকিয়েছেন ৩টি ফিফটি। ২৫ নভেম্বর আইপিএলের মেগা নিলাম থেকে তাকে দলে টেনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্রথমবার আইপিএলে দল পেলেন তিনি।
একাদশের বাকি জায়গাগুলোতে পরিচিত মুখদের উপরই আস্থা রেখেছে ইংল্যান্ড। ওপেনিংয়ে জ্যাক ক্রোলি এবং বেন ডাকেটের সাথে চারে খেলবেন জো রুট। ক্রাইস্টচার্চে ক্যারিয়ারের ১৫০তম টেস্ট খেলতে নামবেন রুট। এছাড়া তিন পেসার গাস অ্যাটকিনসন, ক্রিস ওকস এবং ব্রাইডন কার্সের সাথে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলবেন শোয়েব বশির।
আগামী ২৮ নভেম্বর ক্রাইস্টচার্চে মাঠে গড়াবে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
একনজরে ইংল্যান্ড একাদশ : জ্যাক ক্রোলি, বেন ডাকেট, জ্যাকব বেথেল, জো রুট, হ্যারি ব্রুক, ওলি পোপ (উইকেটরক্ষক), বেন স্টোকস (অধিনায়ক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, শোয়েব বশির।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের
সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর
থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার
ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং
দিয়ে উৎসাহী করুন।