ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা পেসার অ্যান্ডারসন : লারা
অ্যান্ডারসনকে সর্বকালের সেরা আখ্যায়িত করলেন লারা

প্রকাশিত হয়েছে - 2024-07-03T19:30:24+06:00
আপডেট হয়েছে - 2024-07-03T19:30:24+06:00
নিশ্চিতভাবেই টেস্টের অন্যতম সেরা পেসার জেমস অ্যান্ডারসন। কিংবদন্তী এই পেসার অবসরের ঘোষণা দিয়েছেন এরইমধ্যে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচই এই পেসারের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ। তার আগে অ্যান্ডারসনকে সর্বকালের সেরা পেসার আখ্যায়িত করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার ব্রায়ান লারা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
লর্ডসে আগামী ১০ জুলাই শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই টেস্ট দিয়েই নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন অ্যান্ডারসন। ক্রিকেটের সবচেয়ে কুলীন ফরম্যাটে এরইমধ্যে সেরা হিসেবে স্বীকৃত অ্যান্ডারসন। লাল বলের ক্রিকেটে এই পেসারের শিকার সাত শতাধিক উইকেট। তাই তো অবসরের আগে ইংল্যান্ডের কোচিং স্টাফে দায়িত্ব পেয়েছেন ৪১ বছর বয়সী এই পেসার।তাই তো এই তারকাকে সেরা আখ্যা দেন লারা।
আ
স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে লারা বলেন, " অ্যান্ডারসন ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা পেসার। ওর পরিসংখ্যান অসাধারণ, ইংল্যান্ডের হয়ে সে দারুণ খেলেছে। আমি জানি ওর অবসর নেয়ার ইচ্ছা নেই, কিন্তু এটা সে মেনে নিয়েছে।"
লারা মনে করেন না, খুব বেশি ইংলিশ ক্রিকোটার অ্যান্ডারসনের কাছাকাছি আসতে পারবেন। ২৩ বছরের ক্যারিয়ারে দীর্ঘসময় রাজত্ব করেছেন এই তারকা লারা বলেন, " ইংল্যান্ডের হয়ে অ্যান্ডারসন দারুণ একটি ক্যারিয়ার গড়েছে। খুব বেশি ইংলিশ ক্রিকেটার নেই যে ওর কাছাকাছি আসতে পারবে। পেসারদের মধ্যে সবথেকে বেশি টেস্ট উইকেটের মালিক সে। আর তাছাড়া ওর রয়েছে ২৩ বছরের দীর্ঘ এক ক্যারিয়ার।"
ইংলিশ ক্রিকেটার হিসেবে পুরো বিশ্বের সম্মান পাবেন অ্যান্ডারসন বলে জানান লারা।
" আমার মনে হয় কেবল কোর্টনি ওয়ালশই হয়তো ওর মত লম্বা সময় ধরে খেলেছে। কিন্তু অ্যান্ডারসনের লিগ্যাসি দারুণ। ইংলিশ ক্রিকেটার হিসেবে সে সারা বিশ্বের সম্মান পাবে।"
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।