
খাজার সাহসিকতার প্রশংসায় অজি প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে - 2024-01-02T13:49:58+06:00
আপডেট হয়েছে - 2024-01-02T13:49:58+06:00
পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। মানবাধিকারের নীতি সকলের মাঝে ছড়িয়ে দিতে রীতিমত যেন আইসিসির সাথে যুদ্ধে নেমে যেতে হয়েছিল খাজাকে। তার এমন দারুণ সাহসিকতার ঘটনাকে এবার প্রশংসায় ভাসিয়েছেন অজি প্রধানমন্ত্রী।
দুই মেয়ের নাম জুতায় লিখে মেলবোর্ন টেস্টে মাঠে নামেন খাজা। ছবি : গেটি ইমেজস
প্রথম টেস্টে পার্থে জুতায় মানবাধিকারের বার্তা লিখে মাঠে নামতে চেয়েছিলেন খাজা। কিন্তু আইসিসির অনুমতি মেলেনি। শেষমেশ বাহুতে কালো ব্যাজ বেঁধে খেলতে নামেন খাজা। সেখানেও ভুল ধরেছে আইসিসি। পোশাক সংক্রান্ত আইনের ‘এফ’ ধারা খাজা ভঙ্গ করেছেন বলে জানায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে খাজা চেয়েছিলেন জুতায় শান্তির প্রতীক হিসেবে ঘুঘু পাখির ছবি ব্যবহার করতে যেন মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায় শান্তির প্রতীক। এখানেও খাজাকে অনুমতি দেয়নি আইসিসি। শেষমেশ মেলবোর্নে নিজের দুই মেয়ে আইশা এবং আয়লার নাম জুতায় লিখে খেলতে নেমে যান উসমান খাজা। তার এমন দারুণ সাহসিকতার প্রশংসা করেছেন অনেকেই। এবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কাছ থেকে মিলেছে বাহবা।
অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনেজ। ছবি : গেটি ইমেজস
নতুন বছরের প্রথম দিনে নিজ বাসভবন কিরিবিলি হাউজে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনেজ। সেখানে তিনি বলেন, ‘আমি (খাজাকে) অভিনন্দন জানাতে চাইব সে মানুষের অধিকারের পক্ষে দাঁড়িয়ে যেই সাহসিকতা দেখিয়েছে (তার জন্য)। সে সাহস দেখিয়েছে এবং ভালো ব্যাপার হচ্ছে পুরো দল এইক্ষেত্রে তার পক্ষে ছিল।’
আগামীকাল ৩ ডিসেম্বর সিডনিতে মাঠে গড়াচ্ছে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচ। এই ম্যাচ দিয়েই টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন খাজার দীর্ঘদিনের ওপেনিং সঙ্গী ডেভিড ওয়ার্নার। সিরিজের দুই ম্যাচ জিতে বর্তমানে ২-০ ব্যবধানে এগিয়ে আছে অজিরা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।