Scores

খালেদের বোলিং দেখে মুগ্ধ কোচ

জাতীয় লিগে ভালো পারফরম্যান্সের সুবাদে হুট করে জাতীয় দলে ডাক পাওয়া সিলেটের তরুণ ক্রিকেটার খালেদ আহমেদকে দেখে মুগ্ধ জাতীয় দলের কোচ স্টিভ রোডস।

খালেদের বোলিং দেখে মুগ্ধ কোচ

খালেদের বোলিংয়ে দেখে মুগ্ধ হওয়া ইংলিশ কোচ জানিয়েছেন- ঠিক এমন কাউকেই খুঁজছিলেন তিনি!

৩ নভেম্বর থেকে সিলেটে শুরু হবে দুই দলের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচকে সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কঠোর অনুশীলনে ব্যস্ত দুই দল। অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন খালেদও। সেই সাথে নজর কেড়েছেন দলের।

Also Read - আবারো ভারতীয় দলের মাথাব্যথার কারণ ‘গরুর মাংস’


খালেদকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়ে রোডস বলেন, আমি খালেদের বোলিং দেখে খুবই মুগ্ধআয়ারল্যান্ডে এ দলের সফরেও তার বোলিং আমি দেখেছিসে টেস্টের প্রস্তুতিতে যোগ দেওয়ার আগে ম্যাচে ১০ উইকেট নিয়েছে, যে সাফল্যটা অর্জন করা খুব কঠিন, বিশেষ করে সমতল উইকেটে

ডানহাতি এই পেসার বেশ দীর্ঘকায়, উচ্চতা গড়পড়তার চেয়েও বেশি। সেই সাথে বলে রয়েছে ভালো গতি, যার কারণে পরিচিত ‘বুলেট খালেদ’ নামে। খালেদের মত বোলারকে খুঁজছিলেন জানিয়ে বাংলাদেশ দলের কোচ আরও বলেন, তার উচ্চতাটা ভালো, বলে গতি আছে, বলটা জোরে উইকেটে আছড়ে ফেলতে পারেএখানে এবং দেশের বাইরে, সব পরিস্থিতিতেই এ রকম বোলারকে আমার কাজে লাগবেএমন কাউকেই তো খুঁজছি আমি

সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা খালেদ সর্বশেষ বিপিএলে খেলেছেন ঢাকা ডায়নামাইটসের জার্সি গায়ে। সমীহ জাগানিয়া বোলিংয়ে সেবারই প্রথম লাইমলাইটের আলোয় আসেন তিনি। ২০১৫-১৬ মৌসুমে সিলেট বিভাগের হয়ে জাতীয় ক্রিকেট লিগে মাঠে নেমে প্রথম শ্রেণির ক্রিকেটে তার অভিষেক। ঢাকা প্রিমিয়ার লিগে অভিষিক্ত হয়েছেন গত বছর, খেলেছেন প্রাইম দোলেশ্বরের জার্সি গায়ে। বিপিএলের মঞ্চ কাঁপানোরও সৌভাগ্য হয়েছে। মাতিয়েছেন জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া ‘এ’ দলও। এবার পালা আন্তর্জাতিক অঙ্গন কাঁপানোর!

আরও পড়ুন: শ্রীলঙ্কার মাটিতে যুবাদের জয়

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে সাদমান-মৃত্যুঞ্জয়কে

ভারত সফরে যাওয়া হচ্ছে না খালেদের

মুম্বাইয়ে খালেদের অস্ত্রোপচার সম্পন্ন

অদ্ভুতভাবে চোট বাঁধিয়েছেন খালেদ আহমেদ

নিউজিল্যান্ডে খালেদ-রাহী-এবাদতের কথা বুঝতেন না টাইগাররা!