Scores

খেলোয়াড়ি জীবনের দল হারলেও খুশি হয়েছেন ওয়ালশ!

ক্রিকেটে পেশাদারিত্বের চেয়ে বড় কিছু নেই। সেই পেশাদারিত্বের কারণেই, উইন্ডিজের সাবেক ক্রিকেটার কোর্টনি ওয়ালশ এখন সেই দলেরই প্রতিপক্ষ। তার অধীনে উইন্ডিজের বিপক্ষে লড়ছে যে ‘কোচ ওয়ালশের দল’ বাংলাদেশ!

খেলোয়াড়ি জীবনের দল হারলেও খুশি হয়েছেন ওয়ালশ!
কোর্টনি ওয়ালশ, খেলোয়াড়ি জীবনে। ফাইল ছবি

কয়েক মাস আগে এই উইন্ডিজের বিপক্ষেই বাজেভাবে টেস্ট সিরিজ হারের লজ্জায় পড়তে হয়েছিল, তাদের মাটিতে। তখন মন খারাপ করেছিলেন ওয়ালশ। নিজের সাবেক দল জিতলেও হেরেছে তো নিজের শিষ্যরা! এবার ঠিক একই কারণে ওয়ালশ উচ্ছ্বসিত। সোমবার (৩ ডিসেম্বর) সংবাদমাধ্যমের সাথে আলাপকালে সেই উচ্ছ্বাস যেন ঠিকরে পড়ছিল।

উইন্ডিজ সফরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর দলের সাথে সমালোচনা হজম করেছিলেন ওয়ালশও। যদিও উইন্ডিজের মাটিতে টাইগাররা জয় পেয়েছিল ওয়ানডে ও টি-২০ সিরিজে। তবে হোক না নিজেদের মাটিতে, এবার বাংলাদেশ টেস্টেই জয় পাওয়ায় ওয়ালশের সেই আক্ষেপ যেন দূর হয়েছে।

তিনি বলেন, ‘দলের সবারই ভালো লাগছেআমারও ভালো লাগছেস্বদেশিদের প্রশ্নবাণে জর্জরিত হয়েছিলাম (উইন্ডিজ সফরের ব্যর্থতায়)মিয়ামিতে যেয়েও আমাকে প্রশ্ন শুনতে হয়েছেতেমন কিছু বলতে পারিনিযখন ওয়ানডে ও টি-২০ সিরিজ জিতলাম তখন প্রশ্ন কমেছে।’

Also Read - স্পিন খেলতে না পারলে বাংলাদেশে যেওনা!


উইন্ডিজকে যে দল হারিয়েছে, পেস বোলিং কোচ হিসেবে সেই দলের অংশ হতে পেরে বেজায় খুশি সাবেক এই ক্যারিবীয় ক্রিকেটার। নিজের খেলোয়াড়ি জীবনের দলের পরাজয়ের কষ্ট, কোচিং ক্যারিয়ারের তথা বর্তমান দলের জয়ের আনন্দের সাথে লড়াইয়ে টিকতে পারেনি। ওয়ালশের কাছে তাই ক্যারিবীয়দের বিপক্ষে টাইগারদের ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ে রয়েছে হোয়াইটওয়াশের আনন্দ, তথা বাংলাদেশের বিজয়-উল্লাস।

ওয়ালশ বলেন, ‘এবার তো টেস্ট সিরিজও জিতলামখুব ভালো লাগছেএই দলের অংশ হয়ে অনেক খুশিছেলেরা ভালো খেলেছে। আমি অনেক খুশি, অনেক গর্বিতওয়েস্ট ইন্ডিজ হেরেছে বলে বলতে পারতাম কিছুটা হতাশতবে আমি বাংলাদেশের সঙ্গে নিজেকে জড়াতে পেরে ভীষণ খুশি।’

আরও পড়ুন: ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে মিরাজ, বড় লাফ সাকিব-রিয়াদের

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাবাকে হাসপাতালে রেখেই ক্যারিয়ার বাঁচাতে লড়ছিলেন বাটলার

শেষ দুই টেস্ট খেলবেন না স্টোকস; ছুটতে হচ্ছে নিউজিল্যান্ডে

নেই ব্রড-রুট ও ওপেনার, বিতর্কিত টেস্ট দল সাজালেন পূজারা

জেদের বশে ধোনির মাথায় বল ছুঁড়েছিলেন শোয়েব

রান না করলে এটাই ছিল আমার শেষ ম্যাচ : বাটলার