গাজানফারকে ‘এএম গাজানফার’ ডাকার অনুরোধ এসিবির
এএম গাজানফার ডাকার অনুরোধ জানিয়েছে এসিবি।

গাজানফারকে ‘এএম গাজানফার’ ডাকার অনুরোধ এসিবির
প্রকাশিত হয়েছে - 2024-11-26T19:25:56+06:00
আপডেট হয়েছে - 2024-11-26T19:25:56+06:00
আফগানিস্তান যেন স্পিনারদের কারখানা। একের পর এক স্পিনার আফগান জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে আসছেন আর মঞ্চ মাতাচ্ছেন। এবার নতুন আফগান বিস্ময়বালক আল্লাহ মোহাম্মদ গাজানফার। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
এএম গাজানফার।
পুরো নাম আল্লাহ মোহাম্মদ গাজানফার হিসেবেই তাকে চিনত
সবাই। সম্প্রতি আইপিএলেও দল পেয়েছেন তিনি। মেগা নিলাম থেকে ৪ কোটি ৮০ লাখ রুপিতে
তাকে দলে টেনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিলাম থেকে দল পাওয়ার আগে বাংলাদেশ সিরিজে বল
হাতে দুর্দান্ত করে আলোচনায় এসেছিলেন গাজানফার। বিশ্ব ক্রিকেটে তাকে নিয়ে বেশ
চর্চা চলছে।
আলোচনার ফলে গাজানফারের পুরো নাম অর্থাৎ ‘আল্লাহ মোহাম্মদ গাজানফার’ বলে চলছে প্রচার-প্রচারণা। কিন্তু এই পুরো নামের পরিবর্তে তাকে এএম গাজানফার বলতে এবং লিখতে বলেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই বিষয়ে বিশ্ব মিডিয়া এবং সকল ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছে এসিবি।
সর্বশেষ আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজে আল্লাহ মোহাম্মদ গাজানফার বল হাতে দুর্দান্ত ছিলেন। সিরিজে ৮ উইকেট শিকার করেন এই স্পিনার। এর মধ্যে ৬টিই নিয়েছেন প্রথম ম্যাচে। সেই ম্যাচে নিশ্চিত জেতা ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ইউনিটকে ধসিয়ে দেন গাজানফার।
আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের নজরে বেশ আগে থেকেই ছিলেন গাজানফার। এবার তাকে দলে টেনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। কে জানে, হয়ত আরও এক আফগান স্পিন জাদুকরের খোঁজই পেতে যাচ্ছে ক্রিকেটবিশ্ব, ‘এএম গাজানফার’ এর মাঝে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।