
গালফ জায়ান্টসের নেতৃত্বে জেমস ভিন্স
প্রকাশিত হয়েছে - 2022-12-22T23:02:11+06:00
আপডেট হয়েছে - 2022-12-22T23:02:11+06:00
খেলার সারসংক্ষেপ
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-২০) প্রথম মৌসুমের জন্য জেমস ভিন্স অধিনায়ক ঘোষণা করেছে গালফ জায়ান্টস। টি-টোয়েন্টির অভিজ্ঞ ক্রিকেটার ভিন্সের নেতৃত্বেই টুর্নামেন্টের প্রথম মৌসুমে নামবে গালফ।
জেমস ভিন্স। ছবিঃ গেটি ইমেজস
টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ পরিচিত মুখ ভিন্স। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতে খেলে বেড়ান তিনি। ক্রিকেটের এই ক্ষুদ্রতম সংস্করণে ইতোমধ্যে ৩০০ এর চেয়েও বেশি ম্যাচ খেলে ফেলেছেন ভিন্স। ১৩০ এর চেয়ে স্ট্রাইকরেটে প্রায় ৯০০০ রান আছে তার নামের পাশে। সেঞ্চুরি হাঁকিয়েছেন ৪টি, হাফ সেঞ্চুরি আছে ৫১টি।
বিগ ব্যাশ, পিএসএল, নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ লিগসহ দুনিয়ার বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বেশ দাপটের সাথে খেলে যাচ্ছেন ভিন্স। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের সদস্যও ছিলেন ভিন্স।
গালফ জায়ান্টসে ভিন্স সতীর্থ হিসেবে পাবেন শিমরন হেটমায়ার, ক্রিস জর্ডান, ডেভিড ভিসা এবং টম ব্যানটনদেরকে। টি-টোয়েন্টি ক্রিকেটের বিস্ফোরক সব ক্রিকেটারদেরকে নিয়েই দল সাজিয়েছে গালফ। প্রধান কোচের দায়িত্বে থাকবেন অ্যান্ডি ফ্লাওয়ার।
জেমস ভিন্স। ছবিঃ গেটি ইমেজস
আইএলটি-২০ এর প্রথম আসরে শিরোপার জন্য লড়বে ৬টি দল। ম্যাচ হবে ৩৪টি। ম্যাচগুলো হবে দুবাই, আবুধাবি এবং শারজাহতে। আগামী ১৩ জানুয়ারি মাঠে গড়াবে টুর্নামেন্ট। ১৫ জানুয়ারি আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে আবুধাবিতে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে গালফ জায়ান্টস। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারিতে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।