██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

গায়ানা টেস্টে জয়ের হাসি দক্ষিণ আফ্রিকার

সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা।

গায়ানা টেস্টে জয়ের হাসি দক্ষিণ আফ্রিকার

গায়ানা টেস্টে জয়ের হাসি দক্ষিণ আফ্রিকার

প্রকাশিত হয়েছে - 2024-08-18T11:31:33+06:00

আপডেট হয়েছে - 2024-08-18T11:31:33+06:00

তিন দিনেই শেষ হল গায়ানা টেস্ট। ম্যাচের তৃতীয় দিনে উইকেট পড়েছে ১৫টি। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে শেষমেশ ওয়েস্ট ইন্ডিজকে ৪০ রানে হারিয়ে শেষ হাসি হেসেছে দক্ষিণ আফ্রিকা।   [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

জয়ের হাসি হেসেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২২৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিন সাতসকালেই শেষ হয়েছে প্রোটিয়াদের ইনিংস। ক্রিজে টিকে থাকা দুই ব্যাটার উইয়ান মাল্ডার এবং কাইল ভেরেয়েন্নে বেশিক্ষণ টিকতে পারেননি। ৭১ বলে ৩৪ রানের ইনিংস খেলে মাল্ডার ফিরেছেন দলের ২২৪ রানের মাথায়।

 

মাল্ডার আউট হওয়ার কিছুক্ষণের মধ্যে আউট হন ভেরেয়েন্নেও। ৭৮ বলে ৫৯ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। মাঝে আউট হন কেশভ মহারাজও। ২ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন তিনি। শেষের দুই ব্যাটারও সাজঘরে ফিরেছেন দ্রুত। ২১ বলে ৭ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন কেবল ডেন পিডট। ৮০.৪ ওভারের খেলা শেষে ২৪৬ রান করে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ১৬ রানের লিড থাকায় ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ২৬৩।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

 

ক্যারিবিয়ানদের হয়ে ৬ উইকেট শিকার করেন জেডন সিলস। এছাড়া ২টি করে উইকেট নেন জোমেল ওয়ারিক্যান এবং গুডাকেশ মোটি।

 

দ্বিতীয় ইনিংসে ২৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভেঙেছে ১২ রানের মাথায়। ১৬ বলে ৪ রান করে বিদায় নেন ওপেনার মিকাইল লুইস। এরপর বিপদ সামাল দেওয়ার চেষ্টা করেন কেসি কার্টি এবং অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। শুরুটা ভালো হলেও দুজনের কেউই ইনিংস লম্বা করতে পারেননি। ৪৭ বলে ১৭ রান করে বিদায় নেন কার্টি। ব্র্যাথওয়েট খেলেন ৫৫ বলে ২৫ রানের ইনিংস।

সাতসকালে সফল ছিলেন ক্যারিবিয়ান বোলাররা। 

বাকিদের মধ্যে শিভাম হজ ৩৮ বলে ২৯ রান করেন। আলিক আথানাজেও আলো ছড়াতে পারেননি। বিদায় নেন ৪৫ বলে ১৫ রানের ইনিংস খেলে। প্রথম ইনিংসে লড়াকু ফিফটি হাঁকানো জেসন হোল্ডার দ্বিতীয় ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি। ১০৪ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে প্রচণ্ড চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।


তবে সেই চাপের মুহূর্তে দলের জন্য ক্রিজে দাঁড়িয়ে যান গুডাকেশ মোটি। বুক চিতিয়ে লড়াই চালিয়ে গেছেন মোটি। জশুয়া ডি সিলভাকে সাথে নিয়ে এগোতে থাকেন মোটি। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে কিছুটা দিশা ফিরে পায় ওয়েস্ট ইন্ডিজ। নিশ্চিত হারতে বসা ম্যাচে জয়ের সম্ভাবনাও সৃষ্টি হয়।

দক্ষিণ আফ্রিকার বোলাররাও ছিলেন ছন্দে। 

জয়ের কাছাকাছি যেতেই ছন্দপতন। ফিফটি থেকে সামান্য দূরে থাকা অবস্থায় আউট হন মোটি। ৫৯ বলে ৪৫ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। ঠিক এক ওভার পরে আউট হলেন জশুয়াও। ৫১ বলে ২৭ রানের ইনিংস খেলে দলের ১৮২ রানের মাথায় বিদায় নেন জশুয়া ডি সিলভা। দুই সেট ব্যাটারকে হারিয়ে আবারও খাদের কিনারায় চলে যায় ওয়েস্ট ইন্ডিজ।

 

রোমাঞ্চের বাকি ছিল আর অল্প। ব্যাট হাতে লড়াই চালিয়ে সেই রোমাঞ্চটা ছড়িয়েছেন জোমেল ওয়ারিক্যান এবং শামার জোসেফ। তবে শেষরক্ষা হয়নি। ২১ বলে ১১ রান করে শামার বিদায় নেন। শেষ ব্যাটার হিসেবে ৮ বলে ৪ রান করে আউট হন জেডন সিলস। ওয়ারিক্যান অপরাজিত ছিলেন ৫০ বলে ২৫ রান করে। ৬৬.২ ওভারে ২২২ রানের মাথায় অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৪০ রানের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

  সিরিজ জিতেছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি করে উইকেট শিকার করেন কাগিসো রাবাদা এবং কেশভ মহারাজ। উইয়ান মাল্ডার এবং ডেন পিডট ২টি করে উইকেট তোলেন।


দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হয়েছিল ড্র। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। 


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।               

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।



 

 

 

 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.