গোয়ালিয়রে মিরপুরের আবহাওয়া, উইকেটও যেন তাই

প্রকাশিত হয়েছে - 2024-10-05T14:48:33+06:00
আপডেট হয়েছে - 2024-10-05T14:48:33+06:00
গোয়ালিয়রের গরম নিয়ে বেশ লেখালেখি হচ্ছে। তাপমাত্রা চৌত্রিশের ঘরে। তাতেই অনেকের নাভিশ্বাস। তবে এই তাপমাত্রার সাথে তো বেশ ভালোই অভ্যস্ত মিরপুরে খেলা ক্রিকেটাররা। আর আবহাওয়ার মতো উইকেটও যেন মিলে যাচ্ছে মিরপুরের সাথে।
গোয়ালিয়রের শ্রীমন্থ মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। উইকেট নিয়ে ধারণা কম, যেহেতু অতীত রেকর্ড ঘাটার সুযোগ নেই। তবে তাওহীদ হৃদয় জানালেন, উইকেট হবে মিরপুরের মতো।
তিনি বলেন, 'গরম আমাদের জন্য সমস্যা না। আমরা অভ্যস্ত। বাংলাদেশেও একই আবহাওয়া। তাই এটা আমাদের জন্য তেমন সমস্যা নয়। এখানে ২ দিন অনুশীলন করেছি। উইকেট স্লো এবং লো। মাঠকর্মীদের কাছ থেকে যা তথ্য পেলাম… এখানে ঘরোয়া ম্যাচও হয়। উইকেট স্লো হবে মনে হচ্ছে। তবে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব।'
টি-টোয়েন্টিতে বড় রানের আকাঙ্ক্ষা থাকলেও কন্ডিশন যেমন হবে বাংলাদেশ তেমনটাই মানিয়ে নেবে, এমন আশ্বাস দিলেন হৃদয়।
'টি-টোয়েন্টি তো রানের খেলা। যে যত রান করবে। সব দল রান করতে চায়। এখানে আন্তর্জাতিক খেলা হয়নি। নতুন ভেন্যু। জানি না কতটুকু কী হতে পারে। ঘরোয়া হয়েছে আন্তর্জাতিক হয়নি। খেলা শুরু হলে বুঝতে পারব। উইকেট দেখে যতটা বুঝেছি স্লো লো আছে। এমন উইকেটে হাই স্কোরিং কম হয়। আইপিএলও এখানে হয়নি। দেখা যাক।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।