Scores

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত লিটনপত্নী

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার লিটন দাসের স্ত্রী সঞ্চিতা। সম্প্রতি নিজের বাসায় চা বানানোর জন্য চুলা জ্বালাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শিকার হন তিনি।

যদিও অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন সঞ্চিতা। তবে পুড়ে গেছে তার ডান হাত। এছাড়া আগুনের আঁচ লেগেছে চুলেও।

Also Read - দুর্যোগ মোকাবেলায় সাকিবের আহবান


সঞ্চিতা বলেন, ‘আমার কেমন লাগছে বোঝাতে পারব না। এটা ভুলে যাওয়াও এত সহজ হবে না। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি। আমার জন্য দোয়া করবেন।’

ঘটনার বর্ণনা দিয়ে সঞ্চিতা জানান, ‘গত পরশুদিন আমি চা বানানোর জন্য রান্নাঘরে ঢুকি। গ্যাস অন করার পর একটু জ্বলেই নিভে যায়। এরপর বার্নারে আবার চাপ দিতেই বিস্ফোরণ হয়। নতুন বাসা হওয়ায় আমরা সিলিন্ডার (এলইপি গ্যাস) ব্যবহার করি, যদিও সেটা বাসার নিচেই থাকে। সিলিন্ডারের নিচের সমস্ত ক্যাবিনেট একসাথে বিস্ফোরণ হলে যেভাবে আগুন বের হয়ে সেভাবেই হচ্ছিল।’

তাৎক্ষনিক বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে যান সঞ্চিতা। তিনি বলেন, ‘আমি আমার ডান হাত দিয়ে মুখ বাঁচানোর চেষ্টা করছিলাম যার কারণে ডান হাত বেশি পুড়ে গেছে। ঘুরে দাঁড়িয়েছিলাম বলে আমার পেছনে চুলেও আগুন ধরে যায়। কোনোমতে নিজেকে নিরাপদ করতে সক্ষম হই।’

রান্নার কাজে গ্যাস ব্যবহারের সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান দুর্ঘটনার মুখ থেকে ফেরা সঞ্চিতা। তিনি বলেন, ‘আগের দিনই বুঝতে পারছিলাম গ্যাস শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তখনো কাজ করছিল দেখে গুরুত্ব দিচ্ছিলাম না। হয়ত শেষদিকের গ্যাস বের হয়ে এভাবে বিস্ফোরণ হয়েছে। সামনে হাত দিয়ে না ঘুরলে পুরো মুখই পুড়ে যেত। এখন আমাকে চুল কাটতে হবে। এটা কষ্টের, তবে আমি সামলে নিতে পারব। মুখে আগুন লেগে গেলে জানি না কী হত। সবাই ব্যবহার করার সময় সাবধান থাকবেন।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

আশরাফুলের পারফরম্যান্সে হতাশ রাজশাহী

ছোটবেলা থেকেই ব্যাটসম্যানদের প্রতি আগ্রাসী শরিফুল

মাশরাফিকে দলে পেতে মরিয়া রাজশাহী

মুস্তাফিজের সান্নিধ্য পেয়ে উচ্ছ্বসিত শরিফুল

দলে ফিরলে কেন্দ্রীয় চুক্তিতে ফিরবেন সাকিব