চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে যেভাবে বোলিং করেছেন মহারাজ
মাঠ ছোট হওয়ায় বোলিং করাটা কঠিন মানছেন মহারাজ।

চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে যেভাবে বোলিং করেছেন মহারাজ
প্রকাশিত হয়েছে - 2024-02-14T21:21:11+06:00
আপডেট হয়েছে - 2024-02-14T21:21:11+06:00
চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। এবারের বিপিএলেও দেখা যাচ্ছে সেই চিত্র। ব্যাটারদের যেন দু হাত ভরে দিচ্ছে চট্টগ্রামের উইকেট। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
কেশভ মহারাজ।
এখনও পর্যন্ত ২ দিন খেলা হয়েছে চট্টগ্রামের মাঠে। সব ম্যাচেই রান হচ্ছে অনেক বেশি। ২০০ রানের ইনিংস দেখা গেছে প্রথম ম্যাচেই। সেই ম্যাচেই হয়েছে সেঞ্চুরিও। সব মিলিয়ে চট্টগ্রামের উইকেট দারুণভাবে ব্যাটিং সহায়ক। এমন উইকেটে নিজের বোলিংয়ের কৌশল খোলাসা করেছেন প্রথমবারের মত বিপিএল খেলতে আসা কেশভ মহারাজ। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচের পর এসব ব্যাপারে কথা বলেছেন ফরচুন বরিশালের এই প্রোটিয়া স্পিনার।
চট্টগ্রামের উইকেটে বোলিং করা কঠিন উল্লেখ করে ম্যাচের পর সংবাদ সম্মেলনে মহারাজ বলেন, ‘হ্যাঁ অনেক কঠিন (স্পিনারদের জন্য বোলিং করাটা)। এখানে মাঠ ছোট হওয়ায় বাউন্ডারি মারার জন্য অত বেশি কষ্ট করতে হয় না। এখানে পেসাররা বেশ কিছু উইকেট পেয়েছে। তাদেরকে অনেক কৃতিত্ব দিতে হবে। আমার লাইন লেন্থ নিয়ে কিছু পরীক্ষানিরীক্ষা চালাতে হয়েছে। আসলে এমন জায়গাতেই আমাকে মানিয়ে নিতে হবে, নিজের দক্ষতা দেখাতে হবে। এটাই চালিয়ে যেতে হবে আমাকে।’
কঠিন উইকেটে পেসের ভ্যারিয়েশন করেই উইকেট তোলার চেষ্টায় থাকেন মহারাজ, ‘উইকেট খুব বেশি স্পিন সহায়ক হলে হয়ত আপনাকে অত বেশি কিছু করতে হবে না। কিন্তু সেরকম না হলে আপনাকে পেসের ভ্যারিয়েশন চালিয়ে যেতে হবে। লাইন লেন্থ ভালোভাবে ঠিক রেখে বোলিং করে যেতে হবে। ড্রেসিংরুমে কিছু স্পিনারের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি আমি। উইকেটে ভালো জায়গায় বল করার চেষ্টা করে গেছি। এখানে ভালো উইকেট, মাঠ ছোট। তাই আপনাকে অনেক ভালো করতে হবে। কন্ডিশনও কার্যকরী।’
৯ ম্যাচে নিজেদের ৫ম জয় তুলে নিয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের তৃতীয় স্থানে উঠে গেছে ফরচুন বরিশাল।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।