Scores

চাচার জোরে ক্রিকেট: কষ্ট দেয় নাফিসকে

বাংলাদেশ ক্রিকেট ঐতিহ্যের সাথে মিশে আছে চট্টগ্রামের খান পরিবার। আকরাম খানের পর জাতীয় দলের অংশ হয়েছেন নাফিস ইকবাল ও তামিম ইকবাল। তবে চাচা আকরাম বোর্ডের দায়িত্বে থাকাতেই বেশি ভুগতে হয়েছে দুই ভাই নাফিস-তামিমকে। সমর্থকদের কটু কথা শুনতে হয়েছে তাদের।

চাচার জোরে ক্রিকেট কষ্ট দেয় নাফিসকে

২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটের পাঠ চুকিয়ে দেন আকরাম। পরের বছর ঘরোয়া ক্রিকেটকেও বিদায় বলে দেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। এরপর ২০০৭ সালে ক্রিকেট বোর্ডের অংশ হন আকরাম, জায়গা পান নির্বাচক কমিটিতে। চার বছর বাদে, ২০১১ সালে নির্বাচক থেকে প্রধান নির্বাচক হন তিনি।

Also Read - রফিকের চোখে বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান


আকরাম যখন নির্বাচক হন, সেই সময় থেকে জাতীয় দলে উপেক্ষিত নাফিস। যদিও অফ ফর্ম আর চোট কাটিয়ে ২০০৯-১০ মৌসুমে ব্যাট হাতে ছন্দে ফিরেছিলেন তিনি। তবুও সুযোগ মেলেনি লাল-সবুজের জার্সিতে। নিবার্চকের জায়গায় খুব বেশি স্বচ্ছতা দেখাতে গিয়েই কি নাফিসের প্রতি অবিচার করে বসেছেন আকরাম?

সম্প্রতি বিডিক্রিকটাইমের ঈদ আড্ডায় অতিথি হয়ে এসে নাফিস বলেন, ‘আমার সময় আমার চাচা নির্বাচক ছিলেন। যখন আমি জাতীয় দলের বাইরে ছিলাম, তখন আমার চাচা নির্বাচক ছিলেন। এরপর তো আমার আর কোনদিন খেলা হয়নি।’

‘আকরাম চাচার দিক থেকে যদি বলেন, তো এটা ওনার জন্যও কঠিন একটা সময় ছিল। উনি যখন নির্বাচক, তখন যদি আমাকে ডাকা হত, হয়তো উনার চিন্তা করতে হতো যে মানুষ কি বলবে! আমি আসলে জানিনা। তো আমার মনে হয় এরকম একটা পরিস্থিতি হতেও পারে।’– সাথে যোগ করেন তিনি।

নাফিস যখন ক্রিকেট খেলেছেন সাফল্য বা ব্যর্থতায় বড় করে উঠে এসেছে আকরামের নাম। তামিমের ক্ষেত্রেও কম না। সমর্থকদের বড় একটা অংশ মনে করেন, চাচা আকরাম খানের সুপারিশেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন বা অফ ফর্মেও খেলে যান তামিম।

মানুষের এমন ভাবনা কষ্ট দেয় নাফিসের, ‘আসলে মানুষ তো সবাই মনে করে চাচার জন্য ক্রিকেট খেলি বা চাচাই খেলে দেয় আমাদের জন্য। এটা একটা প্রাথমিক উদাহরণ। অনেক সময় আমরা শুনি। আমাকে শুনতে হয়েছে এখন তামিমকেও শুনতে হয়।’

যে যার ক্রিকেট নিজের যোগ্যতা দিয়েই খেলে বলে জানান নাফিস, ‘যে যার ক্রিকেট আসলে নিজেই খেলে। আমি যে সময় ক্রিকেট খেলেছি আমার নিজের যোগ্যতা দিয়ে খেলেছি। এখন তামিম যখন ক্রিকেট খেলে, সে তার নিজের যোগ্যতা দিয়েই খেলে। তো এই ধরণের কথাগুলো যখন শুনি, তখন আসলে আমাদের কষ্ট হয়।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আক্রান্ত হলে দায় নিতে হবে ক্রিকেটারদের

বোনের জানাজায়ও যেতে পারলেন না আকরাম

আকরামের কাছে সুজনের নামে নালিশ দেন ওয়াসিম

ক্রিকেটারদের ‘লাইভ’ নিয়ে বিসিবির বার্তা

ট্রেনিং শুরু হলেও বিদেশি কোচদের পাবে না বিসিবি!