██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

চিরাগের ঝড়ে রূপগঞ্জের টানা ষষ্ঠ জয়

অপ্রতিরোধ্য গতিতে ছুটছে মাশরাফির লিজেন্ডস অফ রূপগঞ্জ।

চিরাগের ঝড়ে রূপগঞ্জের টানা ষষ্ঠ জয়

চিরাগের ঝড়ে রূপগঞ্জের টানা ষষ্ঠ জয়

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2023-04-01T19:06:16+06:00

আপডেট হয়েছে - 2023-04-01T19:06:16+06:00

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবারের মৌসুমে উড়ন্ত ফর্মে আছে মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অফ রূপগঞ্জ। ৬ ম্যাচ খেলে ৬টিতেই জিতেছে তারা। আজকের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৬ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ।

চিরাগের ঝড়ে উড়ে গেছে প্রাইম ব্যাংক। 

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে আগে গাজী গ্রুপকে ব্যাটিংয়ে পাঠায় রূপগঞ্জ। ব্যাটিংয়ে শুরুটা একদম ভয়াবহ হয় গাজীর। ২ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে ফেলে তারা। সেই ২টি উইকেটই তুলে নেন পেসার আল-আমিন হোসেন। হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন তিনি। তবে হ্যাটট্রিকটা আর পাননি শেষমেশ। ক্রিজে টিকে থাকা ওপেনার হাবিবুর রহমানের উইকেটটিও পরে তুলে ফেলেন আল-আমিন। ১৪ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যায় গাজী।

বিশাল সেই চাপ থেকে গাজীকে টেনে তোলার অভিযানে নামেন রবি তেজা এবং মাহমুদুল হাসান। ব্যাট হাতে দুজনই ছিলেন বেশ সাবলীল। ধীরে ধীরে দলের রান বাড়াচ্ছিলেন তারা। নিজেরাও ছুটছিলেন ফিফটির দিকে। শুরুর সেই ভয়াবহ বিপদটা তেজা-মাহমুদুলের জুটিতে চড়ে অনেকটাই কাটিয়ে ফেলে গাজী গ্রুপ।

 

একটাসময় দুজনই পেয়ে যান ফিফটির দেখা। তবে ফিফটি পেয়ে বেশি দূর আগাতে পারেননি মাহমুদুল। ৭৪ বলে ৫৫ রানের ইনিংস খেলে দলের ১২৯ রানের মাথায় আউট হয়ে যান তিনি। তবে তেজা টিকে ছিলেন বেশ ভালোভাবেই। ফিফটি পেরিয়ে ছুটে চলছিলেন সেঞ্চুরির দিকে।

 

শেষে বাকি ব্যাটাররাও বেশ ভালো সমর্থন দিয়ে গেছেন তেজাকে। আর এবারের আসরে দারুণ ফর্মে থাকা তেজা তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১১১ বলে ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের ২২১ রানের মাথায় বিদায় নেন তেজা। বাকিদের মধ্যে আকবর আলী, কাজি অনিকসহ আরও কয়েকজন খেলেছেন ছোট ছোট কার্যকরী ইনিংস। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ৪৮.১ ওভার শেষে ২৭৭ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ।


রূপগঞ্জের হয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন পেসার আল-আমিন হোসেন। ৫৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ২টি করে উইকেট নেন সোহাগ গাজী এবং চিরাগ জানি।


বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে দেখেশুনে আগাচ্ছিল লিজেন্ডস অফ রূপগঞ্জ। ওপেনার মুনিম শাহরিয়ার খুব বেশি সুবিধা করতে পারেননি যদিও। ১৮ বলে ১৪ রান করে দলের ২৪ রানের মাথায় কাটা পড়েন তিনি। অন্য ওপেনার পারভেজ হোসেন ইমন দারুণ শুরু করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। তবে যতক্ষণ ক্রিজে ছিলেন ব্যাট চালিয়েছেন আগ্রাসী মেজাজে। ৩২ বলে ৩৭ রানের ইনিংস খেলে দলের ৫২ রানের মাথায় আউট হন ইমন।

 ৫ উইকেট শিকার করেছেন আল-আমিন। 

এরপর ক্রিজে জমে যান তিনে নামা সাব্বির রহমান এবং চারে নামা ইরফান শুক্কুর। দলের ইনিংস বড় করতে থাকেন দুজনে মিলে। দুজনেই ছিলেন যথেষ্ট সাবলীল। তাদের কার্যকরী ব্যাটিংয়ে লক্ষ্যের দিকেও এগিয়ে যাচ্ছিল রূপগঞ্জ। ফিফটির দেখা পান দুজনই। ৭৪ বলে ৬৬ রানের ইনিংস খেলে দলের ১৫৫ রানের মাথায় আউট হন সাব্বির, ভেঙ্গে যায় সাব্বির-ইরফানের ১০৩ রানের জুটি।


পরে চিরাগ জানিকে নিয়ে এগোতে থাকেন ইরফান। চিরাগ অবশ্য বেশ আক্রমণাত্মক ছিলেন। চতুর্থ উইকেটে দুজনে মিলে যোগ করেন ১০৯ রান। ৫২ বলে ৬৮ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দলীয় ২৬৪ রানের মাথায় আউট হয়ে যান চিরাগ।

 

পরে বাকি কাজটা তানভীর হায়দারকে সাথে নিয়ে সেরেছেন ইরফান শুক্কুর। ১৪ বল এবং ৬ উইকেট হাতে রেখে বেশ সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় লিজেন্ডস অফ রূপগঞ্জ।


গাজী গ্রুপের হয়ে ১টি করে উইকেট শিকার করেন নিহাদউজ্জামান, এনামুল হক, কাজী অনিক এবং জুবারুল ইসলাম।

 

এই জয়ের ফলে এবারের আসরে ৬ ম্যাচ খেলে ৬টিতেই জিতল লিজেন্ডস অফ রূপগঞ্জ, অবস্থান করছে পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্যদিকে ৬ ম্যাচে ২ জয় আর ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ার সুবাদে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

 

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

  

 

 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.