চোটের কারণে কেপটাউন টেস্টে খেলা হচ্ছে না বাভুমার
স্কোয়াডে ডাকা হয়েছে হামজাকে, বিদায়ী ম্যাচে অধিনায়কের দায়িত্বে এলগার।

চোটের কারণে কেপটাউন টেস্টে খেলা হচ্ছে না বাভুমার
রাইসান কবিরEditor
প্রকাশিত হয়েছে - 2023-12-28T23:33:31+06:00
আপডেট হয়েছে - 2023-12-28T23:36:50+06:00
বক্সিং ডে টেস্টে সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে ভারতকে যেন তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন দিনের মধ্যে ভারতকে ইনিংস এবং ৩২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা। তবে অসাধারণ এই জয়ের পরই একটি দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে চোটের কারণে ছিটকে গেছেন অধিনায়ক টেম্বা বাভুমা।
বাভুমার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন হামজা। ছবি : গেটি ইমেজস
সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনই হ্যামস্ট্রিংয়ে টান লাগে বাভুমার। ম্যাচ শেষে জানা গেল এই চোটের কারণে কেপটাউনে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলা হবে না তার। তার বদলি হিসেবে স্কোয়াডে ডাকা হয়েছে জুবাইর হামজাকে। দ্বিতীয় ম্যাচে অধিনায়কত্ব করবেন সেঞ্চুরিয়নে অনবদ্য এক সেঞ্চুরি হাঁকানো ডিন এলগার। এই ম্যাচ দিয়েই নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন এলগার। সৌভাগ্যক্রমে নিজের বিদায়ী ম্যাচে পেয়ে গেছেন অধিনায়কের দায়িত্ব।
বাভুমার চোটের ব্যাপারে গণমাধ্যমের সাথে আলাপকালে প্রোটিয়া কোচ শুক্রি কনরাদ বলেন, ‘টেম্বা শারীরিকভাবে খুব ভালো অবস্থায় নেই। সে ব্যাট করার জন্য প্রস্তুত ছিল। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছিলাম। কিছু কৌশলগত বিষয় থাকে। এখানে ঝুঁকির সম্ভাবনা ছিল। দুই সপ্তাহের মধ্যে এই বিষয়টি আরও খতিয়ে দেখা হবে। সে নিশ্চিতভাবেই কেপটাউনে খেলছে না, জুবাইর হামজা স্কোয়াডে অন্তর্ভূক্ত হবে।’
দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে ব্যাট করেননি বাভুমা। তাকে ছাড়াই ১৬৩ রানের বিশাল লিড নেয় প্রোটিয়ারা। পরে ম্যাচেও ভারতকে হারিয়ে দিয়েছে ইনিংস এবং ৩২ রানের বিশাল ব্যবধানে।
কেপটাউনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ মাঠে গড়াবে আগামী ৩ জানুয়ারি। দুই ম্যাচের সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।