চোটের কারণে দ্যা হান্ড্রেড থেকে ছিটকে গেলেন বাটলার
চোটের কারণে দ্যা হান্ড্রেডের এবারের আসরে খেলা হচ্ছে না বাটলারের।

চোটের কারণে দ্যা হান্ড্রেড থেকে ছিটকে গেলেন বাটলার
প্রকাশিত হয়েছে - 2024-08-04T20:49:55+06:00
আপডেট হয়েছে - 2024-08-04T20:49:55+06:00
পায়ের চোটে দ্যা হান্ড্রেড টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের সাদা বলের দলের অধিনায়ক জস বাটলার। নিজ দল ম্যানচেষ্টার অরিজিনালসের প্রথম তিন ম্যাচ মিস করার পর এবার জানা গেছে, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তিনি। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
জস বাটলার। ছবি : গেটি ইমেজস
ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর
আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুটা বিরতি চেয়েছিলেন বাটলার। দ্যা হান্ড্রেড
টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নেওয়ার মাঝেই চোটে পড়েন তিনি। এবারের আসরে কোনো
ম্যাচ না খেলেই টুর্নামেন্ট শেষ হয়ে গেল বাটলারের। শুরুতে স্ক্যান করানোর পর
কিছুটা আশা জাগলেও ৩ আগস্ট বাটলার নাম সরিয়ে নিলে নিশ্চিত হয় তার ছিটকে যাওয়ার
ব্যাপারটি।
কিছুদিন আগে চুক্তির অর্ধেক শেষ হতেই দায়িত্ব ছাড়েন ইংল্যান্ডের সাদা বলের দলের কোচ ম্যাথু মট। তখনও ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি বাটলারকে অধিনায়ক হিসেবে রেখে দেওয়ার বিষয়টি জানিয়েছিলেন। অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিককে। আসন্ন সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ট্রেসকোথিক। অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টি-টোয়েন্টি ১১ সেপ্টেম্বর। এর আগেই বাটলার ফিট হয়ে উঠবেন বলে আশা করা যাচ্ছে।
বাটলারের দল ম্যানচেস্টার অরিজিনালস দ্যা হান্ড্রেড টুর্নামেন্টের প্রথম দুই আসরের রানার্সআপ। তবে এবার প্রথম তিন ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। বাটলারের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করছেন ফিল সল্ট, তবে ব্যাট হাতে একদমই ছন্দে নেই তিনি। বাটলারের বদলে কাকে দলে নেওয়া হবে তাও এখনও নিশ্চিত করে ম্যানচেস্টার অরিজিনালস।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।