চোটে রিচার্ডসন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা নিয়ে শঙ্কা
বিগ ব্যাশে খেলতে গিয়ে চোটে পড়েছেন রিচার্ডসন।

চোটে রিচার্ডসন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা নিয়ে শঙ্কা
প্রকাশিত হয়েছে - 2024-01-12T16:33:43+06:00
আপডেট হয়েছে - 2024-01-12T16:33:43+06:00
বিগ ব্যাশে পার্থ স্কর্চার্সের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েছেন অস্ট্রেলিয়ার পেসার জে রিচার্ডসন। বিগ ব্যাশের এবারের মৌসুমে আর খেলা হচ্ছে না তার। শঙ্কা আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা নিয়েও। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বিগ ব্যাশের ম্যাচে খেলতে গিয়ে চোটে পড়েছেন রিচার্ডসন। ছবি : গেটি ইমেজস
পার্থের হয়ে ব্রিসবেন হিটের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রিচার্ডসন। সেই ম্যাচেই সাইড স্ট্রেনের চোটে পড়েন তিনি। পরে স্ক্যান করে চোটের অবস্থা বোঝা গেছে। বিগ ব্যাশের বাকি ম্যাচগুলোয় তাকে আর পাচ্ছে না পার্থ। সেরে উঠতে বেশি সময় লাগলে মিস করতে পারেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটাও।
এবারের বিগ ব্যাশে অবশ্য খুব একটা ছন্দে ছিলেন না রিচার্ডসন। ৪০.৩৩ গড়ে ৬ উইকেট নিয়েছেন তিনি, ইকোনমি রেটটাও অনেক বেশি, ৯.১৮। তবে ২০২২ সালের পর আরও একবার ডাক পেয়ে গিয়েছিলেন অজিদের ওয়ানডে দলে। আগামী মাসে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে তাকে রেখেছিল অজিরা। কিন্তু চোটের থাবায় সেখানে রিচার্ডসনের খেলা এখন অনিশ্চিত।
ক্যারিয়ারজুড়ে বহুবার চোটের সাথে লড়াই করতে হয়েছে রিচার্ডসনকে। এখনও পূর্ণশক্তি দিয়ে থ্রো করতে পারেন না তিনি। কাঁধের অংশে কিছুটা বিচ্যুতি ঘটায় লেগেছিল সার্জারি। কিছুদিন আগে আইপিএলের নিলাম থেকে তাকে দলে টানে দিল্লী ক্যাপিটালস।
আগামী ২ ফেব্রুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মাঠে গড়াবে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।