চ্যাম্পিয়ন্স ট্রফি ও টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের অধিনায়ক থাকছেন রোহিত
রোহিতের নেতৃত্ব চালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিসআই সচিব জয় শাহ

প্রকাশিত হয়েছে - 2024-07-07T18:43:00+06:00
আপডেট হয়েছে - 2024-07-07T18:43:00+06:00
ভারতের দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়েছেন রোহিত শর্মা। এনে দিয়েছেন বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা। বিশ্বকাপ জিতে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায় নিলেও বাকি ফরম্যাট চালিয়ে যাবেন রোহিত। বিসিসিআই সচিব জয় শাহ নিশ্চিত করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে রোহিতের নেতৃত্বেই খেলবে ভারত। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ভারতের নেতৃত্বে থাকছেন রোহিত
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেয়েছে ভারত। বিপুল উৎসাহ উদ্দীপনায় বরণ করে নেওয়া হয়েছে পুরো দলকে। বিসিসিআইয়ের সচির জয় শাহ জানিয়েছেন, তার নিজের বিশ্বকাপ নিয়ে আত্মবিশ্বাসের কথা। স্মরণ করিয়ে দেন গত ওয়ানডে বিশ্বকাপের সময় কথাও।
বিসিসিআইয়ের প্রকাশিত এক ভিডিওতে জয় শাহ বলেন, " ২০২৩ সালের নভেম্বরে আমরা দশ ম্যাচ জিতে মানুষের হৃদয় জয় করেছি। কিন্তু বিশ্বকাপ জিততে পারিনি। আমি রাজকোটে বলেছিলাম, আমরা ২৯ জুন মানুষের হৃদয় জয় করব, কাপ জিতব এবং বার্বাডোজে পতাকা উড়াব এবং আমাদের অধিনায়ক সেখানে পতাকা উড়িয়েছে।"
সামনের দিকে তাকিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজর ভারতের। সেখানে রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন হওয়ার আশা বিসিসিআই সচিবের।
" টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আমাদের পরবর্তী লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। আমার পূর্ণ বিশ্বাস আছে রোহিত শর্মার নেতৃত্বে আমরা দুইটি টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হব।"
জয় শাহ আগেই জানিয়েছিলেন, টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। রোহিতের নেতৃত্বে আস্হা রেখেছে ভারত। তাই আগামী বছর পর্যন্ত টেস্ট ও ওয়ানডেতে ভারতের অধিনায়ক থাকছেন রোহিত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জিম্বাবুয়ের বিপক্ষে এরইমধ্যে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। এরপর
চলতি মাসে শ্রীলঙ্কায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। আপাতত সিনিয়র খেলোয়াড়েরা ওয়ানডে ও টেস্টে মনোযোগ দেবেন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।