██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্রত্যাশার চেয়েও বেশি আয় হয়েছে : পিসিবি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের আয় বেড়েছে, লোকসানের খবর ভিত্তিহীন, জানাল পিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্রত্যাশার চেয়েও বেশি আয় হয়েছে : পিসিবি

প্রকাশিত হয়েছে - 2025-03-21T10:02:41+06:00

আপডেট হয়েছে - 2025-03-21T10:02:41+06:00

পাকিস্তান ক্রিকেট বোর্ড সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে জানিয়েছে যে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ফলে আর্থিক ক্ষতির যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং উল্টোভাবে, এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে বোর্ডের আয়ে উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি ঘটেছে বলে জানান বোর্ডের মুখপাত্র আমির মির এবং প্রধান অর্থ কর্মকর্তা জাভেদ মুর্তজা।


পাকিস্তান

সংবাদ সম্মেলনে আমির মির জানান, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ব্যয় সম্পূর্ণভাবে আইসিসি বহন করেছে। ফলে টিকিট বিক্রি এবং অন্যান্য গেট মানির মাধ্যমে পিসিবি উল্লেখযোগ্য পরিমাণে আয় করেছে।

পিসিবির পক্ষ থেকে জানানো হয়, শুরুতে এই টুর্নামেন্ট থেকে ২ বিলিয়ন রুপি আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে চূড়ান্তভাবে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। তিনি আরও জানান, বোর্ড ইতোমধ্যে ৪০ মিলিয়ন রুপি করও পরিশোধ করেছে।

মির বলেন, "আমরা এই টুর্নামেন্ট থেকে ৩ বিলিয়ন রুপি আয় করেছি। এছাড়া হিসাব নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর আইসিসি থেকে আরও ৩ বিলিয়ন রুপি পাওয়ার আশা করছি।"

বোর্ডের মুখপাত্র আমির মির পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভির নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার দক্ষ নেতৃত্বের ফলেই বোর্ডের আর্থিক অবস্থান অনেক শক্তিশালী হয়েছে। তিনি জানান, ২০২৩-২৪ অর্থবছরে পিসিবির মোট আয় ১০ বিলিয়ন রুপি, যা আগের বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি।

"বর্তমানে আর্থিকভাবে শক্তিশালী হওয়ার কারণে পিসিবি বিশ্বের শীর্ষ তিন ধনী ক্রিকেট বোর্ডের মধ্যে স্থান করে নিয়েছে," বলেন মির।

পিসিবির প্রধান অর্থ কর্মকর্তা (CFO) জাভেদ মুর্তজাও মোহসিন নকভির ভূমিকার প্রশংসা করেন। তিনি জানান, বোর্ডের অর্থনৈতিক লক্ষ্য পূরণে নকভি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং আর্থিক কাঠামো পুনর্গঠনেও তার সক্রিয় ভূমিকা ছিল।

স্টেডিয়াম উন্নয়ন প্রসঙ্গে আমির মির বলেন, মোহসিন নকভির নেতৃত্বে পিসিবি মাত্র চার মাসের মধ্যেই দেশের বিভিন্ন স্টেডিয়ামে বড় ধরনের সংস্কার কাজ সম্পন্ন করেছে। তিনি বলেন, "২৯ বছর পর প্রথমবারের মতো স্টেডিয়াম সংস্কারে বড় প্রকল্প গ্রহণ করা হয়েছিল, যা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল।"

পিসিবি জানায়, স্টেডিয়াম উন্নয়নের জন্য মোট ১৮ বিলিয়ন রুপি বাজেট নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে প্রকল্পের প্রথম ধাপেই ১২ বিলিয়ন রুপি বরাদ্দ দেওয়া হয়, যার মধ্যে ১০.৫ বিলিয়ন রুপি ইতোমধ্যে খরচ হয়েছে।

মির জানান, অবশিষ্ট অর্থ ব্যবহার করে করাচি, ফয়সলাবাদ ও রাওয়ালপিন্ডিসহ আরও কয়েকটি স্টেডিয়াম উন্নয়নের কাজ করা হবে।

দেশের ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক কমানোর বিষয়ে উদ্বেগের প্রশ্নে মির বলেন, মোহসিন নকভি সেই সিদ্ধান্ত বাতিল করে ঘরোয়া খেলোয়াড়দের বেতন পুনরায় বাড়িয়েছেন।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পর্বে পিসিবি প্রতিনিধিদের অনুপস্থিতি প্রসঙ্গে কর্মকর্তারা জানান, এ বিষয়ে এখনও আইসিসির কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে পিসিবি জানায়, টুর্নামেন্ট আয়-ব্যয়ের সকল তথ্য বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যাতে স্বচ্ছতা বজায় থাকে।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.