ছিটকে গেলেন মার্শ, বদলি হোল্ডার
চোট বাঁধিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর থেকে ছিটকে পড়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটার মিচেল মার্শ। তার বদলি হিসেবে সানরাইজার্স হায়দরাবাদ দলে ভিড়িয়েছে ক্যারিবীয় ক্রিকেটার জেসন হোল্ডারকে।
দলের উদ্বোধনী ম্যাচটাই কাল হয়েছে মিচেল মার্শের জন্য। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে সোমবারের (২১ সেপ্টেম্বর) ম্যাচে চোট পাওয়া অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে বেশ কয়েকদিন মাঠের বাইরে থাকতে হবে। তাই চলতি আইপিএলের বাকি অংশে খেলা হবে না তার।
Also Read - ঢিমেতালে এগোচ্ছে শ্রীলঙ্কা, অপেক্ষায় রাজি বিসিবি
মার্শের বদলি হিসেবে একজন পেস বোলার অলরাউন্ডারকেই দলে ভিড়িয়েছে ডেভিড ওয়ার্নারের দল। ক্যারিবীয় টেস্ট অধিনায়ক হোল্ডার মার্শের বদলি হিসেবে আইপিএল মাতাবেন। দলটির হয়ে আগেও খেলা হয়েছে হোল্ডারের। চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়েও আইপিএল মাতিয়েছেন।
হায়দরাবাদ এখন পর্যন্ত আসরে একটি ম্যাচ খেলেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচটিতে অসহায় আত্মসমর্পণ করে দল। ব্যাঙ্গালোরের ইনিংসের পঞ্চম ওভারে মার্শের হাতে বল তুলে দেন স্বদেশী অধিনায়ক ওয়ার্নার। তবে চার বল করার পরই মার্শ চোটের শিকার হন। পঞ্চম বল করার সময় গোড়ালিতে টান লাগে তার, সাথে সাথেই মাঠে বসে পড়েন। শেষপর্যন্ত মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন ২৮ বছর বয়সী তারকা ক্রিকেটার।
মার্শের চোট যে গুরুতর হতে পারে, তা বোঝা গিয়েছিল বল করতে এসে মাটিতে পড়ে যাওয়ার ধরন দেখেই। এরপর ৮ উইকেট পড়ে গেলে ব্যাট হাতেও নেমেছিলেন। সাহসিকতা দিয়ে প্রশংসা কুড়িয়ে নিলেও মার্শের ব্যাটিংয়ের ধরনই বলছিল, ঘণ্টাখানেক পার হলেও চোটের কোনো উন্নতি নেই। শেষপর্যন্ত মাঠেই বাইরেই ছিটকে পড়তে হল।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।