জমছে না কলকাতা-ম্যাককালাম রসায়ন!
খেলোয়াড়ি পেশাকে বিদায় বলার পর কোচিংয়ে থিতু হয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। তাতে সফলতাও পয়েছেন তিনি। সদ্য সমাপ্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন করেছেন ত্রিনবাগো নাইট রাইডার্সকে। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একেবারেই সুবিধা করতে পারছেন না। কলকাতা নাইট রাইডার্সের দৈন্যদশার জন্য কোচ ম্যাককালামকেই কাঠগড়ায় উঠতে হচ্ছে।
করোনার পর মাঠে গড়িয়েছিল সিপিএল। সেখান একক আধিপত্য দেখিয়েছে ত্রিনবাগো। দাপট দেখিয়েই চ্যাম্পিয়ন হয়েছে নাইট রাইডার্স। সেই দলের হেড কোচের দায়িত্বে ছিলেন সাবেক কিউই অধিনায়ক ম্যাককালাম। কিন্তু আইপিএলে এসে মুদ্রার উল্টো পিঠ দেখতে হচ্ছে তাকে।
Also Read - হারিস-ইমাদের ব্যাটে পাকিস্তানের বড় সংগ্রহএখন পর্যন্ত খেলা নিজেদের ১৩ ম্যাচ থেকে মোটে ৬টি জয়ের দেখা পেয়েছে কলকাতা। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে অবস্থান। প্লে-অফে জায়গা পেতে হলে অনেক যদি-কিন্তুর হিসেব মিলাতে হবে কেকেআরকে। দলের এমন হতশ্রী পারফরম্যান্সে সমর্থকরা দুষছেন ম্যাককালামকে।
আইপিএল ইতিহাস বলছে, নাইট শিবিরে পরিসংখ্যানটা একেবারেই সুখকর নয় ম্যাককালামের জন্য। এবারের আসরে তার ছাপ স্পষ্ট। ২০০৮ সালে আইপিএল শুরুর মৌসুমে প্রথম শতরান এসেছিল ম্যাককালামের ব্যাট থেকে। তবুও আট দলের প্রতিযোগিতায় ষষ্ঠ হয়েছিল কলকাতা।
পরের বছর অর্থাৎ ২০০৯ সালে সৌরভ গাঙ্গুলির পরিবর্তে ম্যাককালামকে কেকেআরের অধিনায়ক নির্বাচন করা হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় হওয়া ওই টুর্নামেন্টে কোচ জন বুকাননের সঙ্গে তার যুগলবন্দি সফল হবে বলে ভেবেছিলেন শাহরুখ খানরা। কিন্তু সে আসরে অষ্টম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল নাইট রাইডার্স।
২০১০ সালেও আইপিএলে ব্যর্থ কলকাতা। সৌরভ অধিনায়কত্ব ফিরে পেলেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ম্যাককালাম। ফলাফল, ষষ্ঠ স্থানে টুর্নামেন্ট শেষ করেছিল কলকাতা। এবার কেকেআরের হেড কোচের দায়িত্ব নিয়েও সুবিধা করতে পারছেন না ম্যাককালাম। এজন্য সমর্থকদের বড় একটা অংশ কাঠগড়ায় তুলছে তাকে।
এছাড়াও দল হারুক বা জিতুক, ডাগ আউটে বসে সর্বদা নোটবুকে নানারকম নোট নিতে ব্যস্ত ম্যাককালাম। দল যখন চরম বিপর্যয়ের মুখে, তখনও তিনি নোট নিচ্ছেন। তা সত্ত্বেও ব্যাটসম্যানরা প্রতি ম্যাচে প্রায় একই ভুল করছেন। ফলে কলকাতা নাইট রাইডার্সের কোচকে কটাক্ষের করতে ছাড়েনি কেকেআর সমর্থক গোষ্ঠী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।