‘জাতীয় দলে ঢোকা যতটা কঠিন বাদ পড়াটাও ততটা কঠিন হওয়া উচিত’
কাউকে বাদ দেওয়ার ক্ষেত্রেও প্রক্রিয়া মেনে চলতে চান হান্নান।

‘জাতীয় দলে ঢোকা যতটা কঠিন বাদ পড়াটাও ততটা কঠিন হওয়া উচিত’
প্রকাশিত হয়েছে - 2024-02-13T21:28:42+06:00
আপডেট হয়েছে - 2024-02-13T21:28:42+06:00
জাতীয় দলের নির্বাচক প্যানেলে অবশেষে এসেছে পরিবর্তন। মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশারদের মেয়াদ শেষে প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। সেই সাথে আরেক নির্বাচক হান্নান সরকার। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
হান্নান সরকার।
দায়িত্ব নিয়েই আশার বাণী শুনিয়েছেন লিপু-হান্নানরা। দল নির্বাচনে সততার মাধ্যমে নিজের সেরাটা দিয়ে কাজ করতে চান হান্নান সরকার। দায়িত্ব পাওয়ার পর দিন মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দুজনই।
গণমাধ্যমকে হান্নান বলেন, ‘আমি ফিল করি একটা প্লেয়ারের জাতীয় দলে ঢোকা যতটা কঠিন হওয়া উচিত বাদ পড়াটাও ততটা কঠিন হওয়া উচিত। জাতীয় দলে ঢোকাটা সহজ কোনো রাস্তা হতে পারে না। বোলিংয়ে কিছু ঘটতে পারে কিন্তু ব্যাটিংয়ে আমার মনে হয় অভিজ্ঞতা অনেক ম্যাটার করে। আমাদের এটা নিয়মিত প্রক্রিয়া। সেখানে অনেক যাচাই বাছাই করে অনেক পরীক্ষা দিয়ে ঢোকা উচিত। একটা টুর্নামেন্ট দিয়েই জাজমেন্টে যাওয়ার আগে আমাদের অনেক চিন্তাভাবনা করতে হবে। আমি বিশ্বাস করি, জাতীয় দলে ঢোকাটা অনেক কঠিন হওয়া উচিত, বাদ দেওয়াটাও অনেক কঠিন হওয়া উচিত।’
ক্রিকেটারদের বাদ দেওয়ার ক্ষেত্রেও নমনীয় হতে চান হান্নান। ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দেওয়ার পক্ষে তিনি। হান্নান বলেন, ‘জাতীয় দলে ঢোকাটা অনেক চ্যালেঞ্জিং হবে। একটা সিরিজ দিয়েই জাজ করায় আমি বিশ্বাস করি না। আমি চাই লম্বা সময় পারফর্ম করে একটা জায়গায় আসুক। বাদ দেওয়ার সময়ও সেই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কাউকে নিলে সে যদি পারফর্ম করে আসা হয় তাকে যদি বাদ দিতে হয় ছিটকে ফেলা যাবে না। তাকে সুযোগ দিতে হবে। আমি নিজেও সেই পরিস্থিতিটা ফেইস করে এসেছি। তাই আমি এটা বুঝতে পারি।’
এতদিন অনূর্ধ্ব-১৯ পর্যায়ের নির্বাচকের দায়িত্বে ছিলেন হান্নান। এবার সামলাবেন জাতীয় দল।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।