জাতীয় লিগের শিরোপা জিতল রাজশাহী বিভাগ
২০তম জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতেছে রাজশাহী বিভাগ। এবারের লিগে একটি ম্যাচও না হারা দলটি শিরোপা জিততে যাচ্ছে, শেষ রাউন্ডের তৃতীয় দিনের পর এটি ছিল অনেকটাই নিশ্চিত।

এর আগে আরও চারটি শিরোপা জিতেছে রাজশাহী বিভাগ। এনসিএলের সেই চারটি শিরোপা অর্জনই ছিল টানা চার মৌসুমে। এরপর ছয়টি আসরে শিরোপাশূন্য থাকার পর অবশেষে কেটেছে খরা। এতে সবচেয়ে বেশি কপাল পুড়েছে এনসিএলের গত তিন আসরের শিরোপাজয়ী দল খুলনা বিভাগের। রাজশাহীর টানা চার আসরের শিরোপা জেতার রেকর্ডে ভাগ বসাতে পারেনি দলটি।
Also Read - ‘ওভার-রেটেড’ বলায় সমর্থকের উপর ক্ষেপেছেন কোহলিরাজশাহীতে বরিশাল বিভাগের বিপক্ষে জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ছিল ২৮৪ রান। শেষদিনের মধ্যাহ্ন বিরতির আগেই রাজশাহী পৌঁছে যায় কাঙ্ক্ষিত লক্ষ্যে, মাত্র ৪ উইকেট হারিয়ে। এতে ৬ উইকেটের জয়ের পাশাপাশি আসে শিরোপাও।

প্রথম ইনিংসে বরিশাল বিভাগকে ৯৭ রানে অলআউট করে বড় অবদান রেখেছিলেন রাজশাহীর মোহর শেখ, যিনি ইনিংসে শিকার করেছিলেন পাঁচ উইকেট। এরপর জুনায়েদ সিদ্দিকীর ব্যাটিং দৃঢ়তায় লিড পেলেও রাজশাহীর ইনিংসও হয়নি আহামরি বড়; মাত্র ১৬০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে বরিশাল বিভাগের সংগ্রহ দাঁড়ায় ৩৪৬ রান। আগের ইনিংসের লিড কাজে লাগিয়ে রাজশাহী অবশ্য লক্ষ্য পৌঁছে যায় পুরো দুটি সেশন হাতে রেখেই।
রাজশাহীর শেষ ইনিংসেও ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর এসেছে জুনায়েদের ব্যাট থেকে। তার ১২০ রানের অপরাজিত ইনিংসই দলকে ভেড়ায় জয়ের বন্দরে। এছাড়া অধিনায়ক জহুরুল ইসলাম ৬৪ এবং ওপেনার সাব্বির হোসেন ৪৯ রান করেন।
দুই ইনিংস মিলিয়ে মোহর শেখ ৮টি উইকেট পেলেও অনবদ্য ব্যাটিং পারফরম্যান্সের কারণে মোহরের সতীর্থ জুনায়েদ সিদ্দিকীই হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। তাই বলা যেতেই পারে- রাজশাহীর সাথে শিরোপার স্পর্শ করিয়ে দিয়েছেন জুনায়েদ!
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল ৯৭ (আল-আমিন ২৫, মোসাদ্দেক ২২; মোহর ২৪/৫, শফিকুল ২০/৩) ও ৩৪৬ (আল-আমিন ৯৭, শামসুল ৫৬; ফরজাদ ৫৯/৪, মোহর ৯৩/৩)
রাজশাহী ১৬০ (জুবায়েদ ৭৮, ফরহাদ ৩২*; মনির ১৪/৫, গাজী ২৯/২) ও ২৮৪/৪ (জুনায়েদ ১২০*, জহুরুল ৫৪; তানভীর ৬১/২)
ফল: রাজশাহী বিভাগ ৬ উইকেটে জয়ী।
আরও পড়ুন: অবশেষে কিউইদের কাছে হারল পাকিস্তান