██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

জামালের '৬' উইকেটের পর হ্যাজলউডের ছোবলে বিধ্বস্ত পাকিস্তান

প্রথম ইনিংসে লিড নেওয়ার পরও ব্যাকফুটে পাকিস্তান

জামালের '৬' উইকেটের পর হ্যাজলউডের ছোবলে বিধ্বস্ত পাকিস্তান

প্রকাশিত হয়েছে - 2024-01-05T13:37:21+06:00

আপডেট হয়েছে - 2024-01-05T15:11:52+06:00

সিডনি টেস্টের তৃতীয় দিন শেষে পাকিস্তানের লিড ৮২ রান। অস্ট্রেলিয়ার শেষ পাঁচটি উইকেট মাত্র ১০ রানের ব্যবধানে শিকার করেন পাকিস্তানি বোলাররা। তবুও স্বস্তিতে নেই পাকিস্তানা। কারণ দ্বিতীয় ইনিংসে যে ৬৮ রানে হারিয়ে ফেলেছে সাতটি উইকেট।  [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

আমের জামাল

দুই উইকেটে ১১৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিলেন মারনাস লাবুশেন ও স্টিভ স্মিথ। ১৮৭ রানে তৃতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেটে লাবুশেন ও স্মিথ গড়ে ৭৯ রানের জুটি। ৩৮ রান করা স্মিথকে শিকার করেন মীর হামজা। পরের ওভারেই লাবুশেনকে শিকার আমের জামাল। বোল্ড হন লাবুশেন। তার আগে করেন ৬০ রান।

ট্রাভিস হেডকেও বেশিক্ষণ টিকতে দেননি জামাল। ১০ রান করে এলবিডব্লিউ হন হেড। তারপর বড় জুটি গড়েন অ্যালেক্স ক্যারি ও মিচেল মার্শ। ষষ্ঠ উইকেটে তাদের জুটি দেখে মনে হচ্ছিল, ভালো পরিমাণ লিড পাবে অস্ট্রেলিয়া। তবে তাদের ৮৪ রানের জুটি থামিয়ে দেন সাজিদ খান। ক্যারিকে বোল্ড করেন সাজিদ। তার আগে অজি উইকেটরক্ষক খেলেন ৩৮ রানের ইনিংস।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

ক্যারি আউট হওয়ার পরের ওভারে মার্শকে শিকার করেন জামাল। অর্ধশতক হাঁকিয়ে মার্শ আউট হন ৫৪ রানে। এক বল পরই অধিনায়ক প্যাট কামিন্সকেও এলবিডব্লিউ করেন জামাল। ফলে আট বলের ব্যবধানে তিনটি উইকেট হারিয়ে ফেলে শঙ্কায় পড়ে যায় অস্ট্রেলিয়ার লিড।



সেই শঙ্কাকেই বাস্তবে রূপ দেন জামাল। নিজের পরের ওভারেই দুই বলের ব্যবধানে শিকার করেন নাথান লায়ন ও জশ হ্যাজলউডকে। ফলে অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় ২৯৯ রানে। অজিরা শেষ পাঁচটি উইকেট হারায় মাত্র ১০ রানের ব্যবধানে। ফলে পাকিস্তান পায় ১৪ রানের লিড। জামাল একাই শিকার ছয়টি উইকেট। ৬৯ রানে ৬ উইকেট এখন তার সেরা বোলিং রেকর্ড।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই প্রথম ওভারে বোল্ড হন আবদুল্লাহ শফিক। মিচেল স্টার্ক তাকে বোল্ড করেন। পরের ওভারেই অধিনায়ক শান মাসুদকে গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ এন হ্যাজলউড। ১ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।

তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়েন বাবর আজম ও সাইম আইয়ুব। ৩৩ রান করা সাইমকে এলবিডব্লিউ করে এই জুটি ভাঙেন নাথান লায়ন। তারপর বাবর আজমও দ্রুতই বিদায় নেন। ট্রাভিস হেডের বলে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির তালুবন্দী হন বাবর। সাবেক পাকিস্তান অধিনায়ক বিদায়ের আগে করে ৫২ বলে ২৩ রান। ৬০ রানে চার উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।



২৫তম ওভারে বোলিংয়ে আসেন হ্যাজলউড। পাকিস্তানের জন্য এক বিভীষিকা হয়ে দাঁড়ায় ওই ওভারটি। এক বল করে ব্যবধান দিয়ে তিনটি উইকেট আসে ওই ওভারেই। প্রথম বলেই স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হন সৌদ শাকিল। তৃতীয় বলে বোল্ড হন সাজিদ খান। পঞ্চম বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে আউট হন আগা সালমান। এক ৬৭ রানে দাঁড়িয়েই তিনটি উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে পাকিস্তান।

তারপর আর এক রান সংগ্রহ করে তারা দিন শেষ করে। এই মুহূর্তে ক্রিজে আছেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ও আমের জামাল। পাকিস্তানের লিডের পরিমাণ ৮২ রান ও দ্বিতীয় ইনিংসে সংগ্রহ সাত উইকেটে ৬৮ রান।



বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।



একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.