Scores

জার্সি উন্মোচন করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের জার্সি উন্মোচন করেছে। বেগুনী ও কালো রঙের সমন্বয়ে তৈরি করা জার্সিই বেশিরভাগ ম্যাচে চট্টগ্রামের ক্রিকেটারদের গায়ে থাকবে।

জার্সি উন্মোচন করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

এছাড়া নিজেদের ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলটি যেসব ম্যাচ খেলবে সেই ম্যাচগুলোতে ব্যবহৃত জার্সিতে থাকবে নীল রঙ।

Also Read - মাত্র দুই ম্যাচের জন্য আসছেন গেইল!


সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জামান, ভাইস চেয়ারম্যান সাজনিন খান, টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক জালাল ইউনুস, চিফ অপারেটিং অফিসার সৈয়দ ইয়াসির আলম ও স্পন্সর প্রতিষ্ঠান একমির পরিচালক ফাহিম সিনহা।

এ সময় বঙ্গবন্ধু বিপিএলকে ঘিরে নিজেদের লক্ষ্যের কথা জানান দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, এনামুল হক জুনিয়র, নূরুল হাসান সোহান ও জুবায়ের হোসেন লিখন। দেশি খেলোয়াড়রা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশি ক্রিকেটার রায়াদ এমরিট, রায়ান বার্ল, অভিস্কা ফার্নান্দো ও কোচিং স্টাফের সদস্যরা।


অনুষ্ঠানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অফিসিয়াল পার্টনারদের নামও ঘোষণা করা হয়। আখতার গ্রুপ দলটির প্রধান পৃষ্ঠপোষক এছাড়াও পৃষ্ঠপোষকতা করছে একমি, ডেলটা ফার্নিচার, জেট পেইন্টস, মিনিস্টার এসি, সেইলর, প্রোটন, ওল্ডটাউন হোয়াইট কফি ও শাওমি। দলটির রেডিও পার্টনার হিসেবে থাকছে রেডিও ফুর্তি।

১১ ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট থান্ডারের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

একনজরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড

দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, পিনাক ঘোষ, মুক্তার আলী, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, জুবায়ের হোসেন লিখন।

বিদেশি: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), ইমাদ ওয়াসিম (পাকিস্তান), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), মুসা খান (পাকিস্তান), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ)।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বর্ণবৈষম্যের প্রতিবাদে সরব চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

রিয়াদ-ইমরুলের সাথে সিমন্সদের লাইভ আড্ডা

রিয়াদ-গেইলদের স্বাক্ষর করা ব্যাটের নিলাম শুরু

নিলামে গেইল-রিয়াদদের স্বাক্ষরিত ব্যাট

এখনো মাঠে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স