██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

জিম্বাবুয়ের বিপক্ষে না খেলার কারণ দেখছেন না মুশফিক

জিম্বাবুয়ের বিপক্ষে না খেলার কারণ দেখছেন না মুশফিক

প্রকাশিত হয়েছে - 2020-02-04T09:29:41+06:00

আপডেট হয়েছে - 2020-02-04T09:29:41+06:00

নিরাপত্তা জনিত শঙ্কায় পাকিস্তান সফর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। যার ফলে খেলা হচ্ছে না অন্তত দুইটা টেস্ট ম্যাচ। এই দুই টেস্টের মধ্যে পড়েছে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট। সেই ম্যাচে কি পাওয়া যাবে মুশফিককে! এনিয়ে জলঘোলা কম হচ্ছে না। তবে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের না খেলার কারণ খুঁজে পাচ্ছেন না মুশফিক।
পাকিস্তানে যেতে না চাওয়া মুশফিক সদ্য সমাপ্ত বিপিএলের পর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। যার ফলে খেলা হয়নি
ক্রিকেট লিগের প্রথম রাউন্ড। এদিকে শুরুতে রাওয়ালপিন্ডি টেস্টের স্কোয়াড দিলেও পরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বেশ কিছু সংবাদ সংস্থাকে জানিয়েছেন, স্কোয়াডটা তিন টেস্টের জন্যই।
এমন খবরের পর প্রশ্ন জেগেছে তবে কি জিম্ববুয়ের বিপক্ষে টেস্টে থাকছেন না মুশফিক! কিন্তু ততদিনে তো তার দিব্যি ফিট হয়ে যাওয়ার কথা। এদিকে ক্রিকেট পাড়ায় কানাঘুষা, ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে নিজেদের স্কোয়াডে যেকোনো সময় অদলবদল করতে পারে বোর্ড। এই পরিবর্তনটা মূলত আসতে পারে মুশফিকের জন্য। যার প্রমাণ মিলেছে দলের হেড কোচ রাসেও ডমিঙ্গোর কথায়।
সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে ডমিঙ্গো বলেন,
‘আমাদের মনে রাখতে হবে মুশফিক ভারতে হয়ে যাওয়া শেষ টেস্টে রান পেয়েছিলো। সেই সঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে ব্যাটিংয়ে লাইনআপ বাছাই করা, একটি টেস্টের পর আবার পরিবর্তন করা, ফের তৃতীয় টেস্টেও বদলানো বেশ কষ্টের। আমি ছেলেদের নিয়মিত সুযোগ দিতে চাই। তবে আমাদের এটাও বিবেচনা করা উচিত মুশফিক ভারতে সেরা খেলোয়াড় ছিল।’
তবে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে এমনিতেই খেলার ছাড়পত্র দিতে নারাজ বোর্ড। এ প্রসঙ্গে কদিন আগে প্রধান নির্বাচক নান্নু জানিয়েছেন,
‘মুশফিককে ফিরতে হবে বিসিএলে নিজেকে প্রমাণ করে।’
এদিকে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে মুশফিক বলেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে না খেলার কারণ দেখেন না তিনি। দলে সুযোগ পেতে প্রয়োজনে বিসিএলের দ্বিতীয় রাউন্ড খেলে নিজেকে প্রমাণ দিতেও প্রস্তুত মুশফিক। যার জন্য মঙ্গলবার অথবা বুধবার দিবেন ফিটনেস টেস্ট। মুশফিক জানান,
‘মঙ্গলবার অথবা বুধবার ফিটনেস পরীক্ষা দেব যদি সব ঠিক থাকে। বিসিএলের দ্বিতীয় রাউন্ডে খেলবো। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলার কোনো কারণ আমি দেখছি না। নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। দলে সুযোগ পাওয়া না পাওয়া আমার হাতে নেই। তবে আমার চেষ্টা থাকবে ওদের বিপক্ষে খেলার। শুধু টেস্ট না, তিন ফরম্যাটই খেলতে চাই। সুযোগ পেলে সেরাটা দিয়েই খেলবো।’
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.