জিসান-সাইফের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের সহজ জয়
ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেছেন জিসান আলম ও মোহাম্মদ সাইফউদ্দিন

প্রকাশিত হয়েছে - 2024-11-01T12:28:54+06:00
আপডেট হয়েছে - 2024-11-01T12:28:54+06:00
হংকং সিক্সেস টুর্নামেন্টে ওমানকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ৬ ওভারের ম্যাচে আগে ব্যাট করে জিসান আলম ও মোহাম্মদ সাইফউদ্দিনের তান্ডবে ১৪৭ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। এরপর জিসান ও সাইফের দারুণ বোলিংয়ে ওমানকে গুড়িয়ে দিয়ে বড় জয় পায় বাংলাদেশ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
১২ বলে ফিফটি করেছেন জিসান
হংকংয়ে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ওমান৷ শুরু থেকেই মেরে খেলতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার। প্রথম বলেই ছক্কা হাঁকান জিসান। ওই ওভারে মোট তিন ছক্কা হাঁকান তিনি। প্রথম ওভার থেকে ২১ রান তোলেন জিসান ও ইয়াসির আলী। পরের ওভারে আরো বিধ্বংসী ছিলেন জিসান। হাঁকান টানা চার ছক্কা। একটি বাউন্ডারি হাঁকান ইয়াসিরও। ওই ওভারে থেকে রান আসে ২৯। দ্বিতীয় ওভারেই পঞ্চাশ পেরোয় বাংলাদেশের সংগ্রহ।
পরের ওভারে দুই ছক্কা ও একটি চারে ২১ রান তোলেন দুই ওপেনার। ১২ বলে ফিফটি করে রিটায়ার্ড হন জিসান। তার ইনিংসে ছিল আটটি ছক্কা ও একটি চার। এরপর সাইফউদ্দিন ক্রিজে এসে এক ওভারে চার ছক্কা ও দুই বাউন্ডারিতে নেন ৩২ রান৷ পরের ওভারেও দুইটি চার ও ছক্কায় ২২ রান নেন সাইফউদ্দিন ও ইয়াসির। ১২ বলে সাতটি ছক্কা ও তিনটি চারে ৫৫ রান করেন সাইফও। ৯ বলে ২৬ রান করেন অধিনায়ক ইয়াসির আলী। শেষ ওভারে ২২ রান তুলে বাংলাদেশশকে ১৪৭ রানের পুঁজি এনে দেন সাইফউদ্দিন ও আবু হায়দার রনি।
ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন সাইফ
জবাব দিতে নেমে লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিল ওমান। নাহিদুলের করা প্রথম ওভারে ১৮ রান তোলে তারা। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে তিন ছক্কা হজম করলেও একটি উইকেট শিকার করেন সাইফউদ্দিন। এরপর সোহাগ গাজী বোলিংয়ে এসে ২৮ রান দিলেও এক উইকেট শিকার করেন। পরের ওভারে তিন ছক্কা হজম করে এক উইকেট শিকার করেন পেসার আবু হায়দার রনি। পঞ্চম ওভারে উইকেট না পেলেও দুর্দান্ত ছিলেন সাইফ৷ দেন ১১ রান।
শেষ ওভারে বোলিংয়ে এসে দুই উইকেট নেন জিসান আলম। ওমানের হয়ে সর্বোচ্চ ৮ বলে ২৯ রান করেন বিনায়ক শুক্লা। নির্ধারিত ৬ ওভারে ১১৩ রানে অলআউট হয় ওমান। ৩৪ রানের জয় পায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৪৭-০(৬ ওভার) জিসান ৫৫*, সাইফ ৫৫*, ইয়াসির ২৬* ; ওমান ১১৩ (৬ ওভার) বিনায়ক ২৯, হাসাইন শাহ ২৪, জিসান ২-১২, আবু হায়দার ১-১৯, সোহাগ ১-২৮, সাইফ ১-৩২।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।