Scores

জুনেও বাংলাদেশ সফরে আসছে না অস্ট্রেলিয়া!

২০১৭ সালে ঐতিহাসিক ঢাকা টেস্টে বাংলাদেশ হারিয়েছিল পরাশক্তি অস্ট্রেলিয়াকে। সেই জয়কে এখনো দেশের ইতিহাসের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখেন অনেকে। আর তাই অস্ট্রেলিয়ার আরেক টেস্ট সফরকে সামনে রেখে রোমাঞ্চিত ছিলেন দেশের ক্রিকেট অনুরাগীরা।

জুনেও বাংলাদেশ সফরে আসছে না অস্ট্রেলিয়া!

 

Also Read - হচ্ছে না বিশ্বকাপজয়ীদের নিয়ে অনূর্ধ্ব-২১ দল!


তবে তাদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘায়িত হতে পারে! অনেক জল্পনা-কল্পনার পর চলতি বছরের জুনে বাংলাদেশ সফর করার ব্যাপারে নিশ্চিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া, চূড়ান্ত হয়েছিল সফরসূচিও। কিন্তু এবার এই সফর বা সিরিজের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস।

মহামারী করোনাভাইরাস বাংলাদেশ, অস্ট্রেলিয়াসহ বিশ্বের প্রায় সবগুলো দেশেই ছড়িয়েছে। প্রাণ বাঁচাতে লড়ছেন চিকিৎসক-পুলিশ সবাই। থমকে গেছে বিশ্বের যোগাযোগব্যবস্থা। এমন পরিস্থিতিতে খেলা মাঠে রাখা রীতিমত বিলাসিতা। স্বভাবতই বেশ কয়েকটি সিরিজ বাতিল হয়েছে। শঙ্কায় আসন্ন সিরিজগুলোও।

এমনকি অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়েও আছে শঙ্কা। করোনাভাইরাস যে হারে ছড়িয়েছে, তাতে জুনের আগে এর প্রকোপ নিশ্চিহ্ন হওয়ার সম্ভাবনা কম। আর তাই অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেইনও মনে করেন, অন্যান্য সিরিজের মত তাদের বাংলাদেশের সফরও স্থগিত হবে। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুই ম্যাচের এই সিরিজ খেলতে দল যে মুখিয়ে আছে, তাও জানিয়েছেন অজি দলনেতা।

পেইন বলেন, ‘এই সিরিজও যে অনিশ্চয়তার মুখে, তা বুঝতে আপনাকে আইনস্টাইন হতে হবে না। জুনের এই সিরিজ কি বাতিল হবে না পেছাবে, এখনো আমরা নিশ্চিত নেই। তবে আশা করবো বেশি দূরে পিছিয়ে দেওয়া হবে না। ইতোমধ্যে কিছু সিরিজ বাতিল হয়ে গেছে, আরও সিরিজ স্থগিতের পথে। কিন্তু আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্পূর্ণ করতে মুখিয়ে আছি।’

করোনাভাইরাসের কারণে জুন পর্যন্ত নিজেদের সব ইভেন্ট স্থগিত করেছে আইসিসি। দ্বিপাক্ষিক সিরিজগুলোও যে বোর্ডের মতামতের ভিত্তিতে স্থগিতাদেশ পাওয়ার অপেক্ষায়, তা আর বলার অপেক্ষা রাখে না!

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

টিকটক ভিডিও বানাতে কোহলিকে চাপ দিচ্ছেন ওয়ার্নার!

এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় না অস্ট্রেলিয়া!

সালমান-রল্টনের সাথে ডিনার করতে চান ইমরুল

অস্ট্রেলিয়ায় ভারতের দিবারাত্রির টেস্ট চূড়ান্ত

বিশ্বকাপ না হলে আইপিএল কেন- বর্ডারের প্রশ্ন